এবার ‘খান’ নিয়ে আইনী ঝামেলায় সালমান খান!
বিনোদন ডেস্ক : একাবার কৃষ্ণসার হত্যা মামলা, আরেকবার হিট অ্যান্ড রান মামলাা —আর এবার তার নিজস্ব বিপণন ওয়েবসাইট নিয়েও আইনী ঝামেলায় জড়ালেন সালমান খান। ঝামেলা যেন এই সুপারস্টারের পিছুই ছাড়ছে না।
২৭ ডিসেম্বর নিজের পঞ্চাশতম জন্মদিনে ভক্তদের জন্য তিনি তার নিজস্ব বিপণন ওয়েবসাইট লঞ্চ করেছিলেন তিনি। যার নাম রাখা হয়েছে ‘খান মার্কেট অনলাইন’। আর বিতর্ক শুরু হয়েছে এই নাম নিয়েই। প্রায় এই একই নামে একটি ওয়েবসাইট রয়েছে। ৬৫ বছরের পুরনো দিল্লির খান মার্কেটের ওয়েবসাইটের নাম ‘খান মার্কেট ডট কম’।
বলিউডের একটি সূত্রের খবর, খান মার্কেট অ্যাসোশিয়েশনের তরফ থেকে একটি মামলাও দায়ের করার কথা ভাবা হচ্ছে। আর তা হলে আবার একটি মামলায় জড়াবে সালমান খান! না, এখনই দুশ্চিন্তার কোনও কারণ নেই। খান মার্কেট অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জিব মেহরা জানিয়েছেন, মামলাও দায়ের করার কথা ভাবা হচ্ছে। তবে তার আগে সালমানের ওয়েবসাইটের নাম পরিবর্তন করার জন্য তাকে অনুরোধ করা হবে। তবে নাম পরিবর্তনের কাজটা খুব একটা সহজ হবে না সালমানের জন্যও। কারণ, এর মধ্যেই অসংখ্য ক্রেতা তাদের নাম রেজিস্টার করেছেন এই ওয়েবসাইটে। সোস্যাল মিডিয়াতেও ওয়েবসাইট লঞ্চের খবর বেশ বড় করেই দেওয়া হয়ে গিয়েছে।
তা ছাড়া দেশে সালমানের ভক্ত সংখ্যা বা ‘ভাইজান’ সম্পর্কে তাদের উৎসাহ তো কিছু কম নয়! তাই চটজলদি ওয়েবসাইটের নাম বদলে দিলে ব্যবসায় ক্ষতির আশঙ্কা থেকেই যায়। কিন্তু নতুন করে আইনী ঝামেলায় হয়তো সালমানও জড়াতে চাইবেন না। তাই আলোচনায় সমাধানের আশায় রইল দুই পক্ষ এবং তার সঙ্গে সালমানের অসংখ্য ভক্ত।
৩১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�