বুধবার, ০৮ জুলাই, ২০২০, ১১:৩১:০৭

নেপোটিজম ও কঙ্গনাকে নিয়ে এবার মুখ খুললেন মহেশ-কন্যা পূজা ভাট

নেপোটিজম ও কঙ্গনাকে নিয়ে এবার মুখ খুললেন মহেশ-কন্যা পূজা ভাট

বিনোদন ডেস্ক : বলিউডে এখন বহুল চর্চিত শব্দ নেপোটিজম বা স্বজনপোষণ। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে এটি আরও জো'রালো হয়ে উঠেছে। মহেশ ভাট থেকে করণ জোহর, যশ রাজ থেকে সালমান খানের ক্যাম্প। বেশ কয়েকজন তারকার বি'রু'দ্ধে স্বজনপো'ষণের অ'ভিযো'গ উঠেছে। 

বলিউডের নবীন তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহ'ত্যার খবরে শি'উরে উটেছে গোটা ভারত। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মহেশ ভাটের মেয়ে পূজা ভাট। টুইটরে তিনি লিখেছেন, 'বহুল চর্চিত স্বজনপ্রীতি নিয়ে মন্তব্য করতে বলা হচ্ছে। ইন্ডাস্ট্রির অন্য সবার চেয়ে অনেক প্রতিভাবান অভিনয়শিল্পী, মিউজিশিয়ান ও টেকশিয়ানকে সুযোগ দিয়েছে এমন একটি পরিবারে বেড়ে ওঠায় বিষয়টিতে আমি শুধু হাসতে পারি। সত্যি মেনে নেওয়ার কেউ নেই, কিন্তু মিথ্যা অনেকেই মেনে নেয়।'

পর পর বেশ কয়েকটি টুইট করেছেন পূজা। পরের টুইটে তিনি লিখেছেন, 'একটা সময় ছিল যখন অ'ভিযো'গ ছিল ভাটরা শুধু নতুনদের সঙ্গে কাজ করে অথবা সুযোগ দিয়ে প্রতিষ্ঠিত অভিনয় শিল্পীদের সম'স্যা তৈরি এবং তাদের হে'য় করে। তারকাদের পেছনে ছোটে না। এখন সেই সকল ব্যক্তিরাই স্বজনপ্রীতির কথা বলে?'

অনুরাগ বসু পরিচালিত ''গ্যাং'স্টার'' ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। আর বলিউডের স্বজনপ্রীতি নিয়ে বরাবরই কথা কলেন কঙ্গনা। পূজা ভাট তার প্রসঙ্গে বলেছেন, তাকে অনুরাগ বসু সুযোগ দিলেও সিনেমাটিতে ল'গ্নি করেছিল তাদের প্রযোজনা প্রতিষ্ঠান 'বিশেষ ফিল্মস'। 

টুইটে তিনি লেখেন, ''কঙ্গনা রানাওয়াতের কথা যদি বলি, তিনি যদি প্রতিভাবান না হতেন তাহলে বিশেষ ফিল্মসের মাধ্যমে গ্যাং'স্টার সিনেমায় কাজ করার সুযোগ পেতেন না। হ্যাঁ, অনুরাগ বসু তাকে খুঁ'জে বের করেছেন, কিন্তু তার সিনেমায় ল'গ্নি করেছে বিশেষ ফিল্মস। ছোট করার কোনও বিষয় নয়। তার প্রতি শুভকামনা।''

'সড়ক টু' ছবি নিয়ে তিনি বলেছেন, ''এমনকী সড়ক টু ছবিতেও একজন নতুন প্রতিভাকে সুযোগ দিচ্ছে। সুনীল জিৎ, তিনি চন্ডীগড়ের একজন শিক্ষক। সাক্ষাতের জন্য কোনও সময় না নিয়ে, শুধু স্বপ্ন, একটি হারমোনিয়াম ও একটি চমৎকার গান নিয়ে আমাদের অফিসে এসেছিলেন। আমার বাবা প্রথম শুনেই সেটি সিনেমায় যুক্ত করেন।''

তিনি এ নিয়ে আরও লিখেছেন। তার কথায়, ''স্বজনপ্রীতি শব্দ দিয়ে অন্য কাউকে অ'পমা'ন করার চেষ্টা করুন বন্ধুরা। দী'র্ঘদিন ধ'রে যারা আমাদের মাধ্যমে সিনেমা জগতে এসেছেন তারা জানেন আমাদের মূল উদ্দেশ্য কী। আর তারা যদি এটি ভু'লে যায় তাহলে সেটা তাদের ব্য'র্থতা, আমাদের নয়। সবাই ভালো থাকুন বলেও কঙ্গনা ই'ঙ্গিত করেন। সূত্র : এই সময়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে