কণ্ঠশিল্পী আসিফ এবার ২০ লাখে
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের ভেরিফাইড ফেসবুক পেইজে এখন তার ভক্তের সংখ্যা ২০ লাখে উন্নতি হয়েছে। এই পেজ থেকেই এখন নিয়মিত ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখছেন আসিফ। জানাচ্ছেন নিজের কাজ সম্পর্কে নানান আপডেট খবরও।
এদিকে পেইজে ২০ লাখ লাইক হওয়ায় দারুণ উচ্ছ্বসিত আসিফ। তনি এতে ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়ে একটি পোস্টও দিয়েছেন তার ফেসবুক পেইজে। সেখানে আসিফের ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত নানান কর্মকাণ্ডের বর্ণনা করা হয়। 
উল্লেখ্য, আসিফ এখন নতুন গানে কণ্ঠ দিতে। একসঙ্গে বেশ কয়েকটি প্রজেক্ট হাতে নিয়ে বেশকয়েকদিন আগে স্টুডিওতে ডুব দিয়েছেন এই কণ্ঠশিল্পী।
৩১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �