সুজানার ঠোঁটে ন্যান্সির কণ্ঠ
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীর ন্যান্সির গাওয়া ‘আমি ছুঁয়ে দিলেই’ গানের সাথে এবার ঠোঁট মেলালেন মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। 
গাঙচিল মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে গানটি। গানের কথা লিখেছেন আসিফ ইকবাল ও কম্পোজ করেছেন নকিব খান। 
গাঙচিলের ইউটিউব চ্যানেলে গত পরশুদিন গানটি আপলোড করা হয়েছে। গানটি প্রকাশ হওয়ার পর থেকে দর্শকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন সুজানা জাফর। ইতিমধ্যে, প্রায় সাড়ে তিন হাজার দর্শক ভিডিওটি উপভোগ করেছেন। 
উল্লেখ্য, বছরের মাঝামাঝিতে ‘আমি ছুঁইয়ে দিলেই’ শিরোনামে মিক্সড অ্যালবামটি প্রকাশ হয়। 
৩১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �