আড্ডায় মাতুন আজ ফারিয়ার সাথে আপনিও 
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : আপনি কি বাংলাদেশের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়ার সাথে আড্ডা দিতে চাচ্ছেন? তাহলে আর দেরী কেন? এখনই শুরু করুন প্রস্তুতি। 
থার্টি ফার্স্ট উপলক্ষে ফারিয়া আজ রাত আটটায় সরাসরি আড্ডায় মাতবেন তার ভক্তদের সঙ্গে। এখানে আপনি চাইলেও তার সাথে সরাসরি আড্ডায় শামিল হতে পারেন। 
কোথায় আড্ডা দিবেন তিনি? হুম। ফারিয়া আড্ডা দিবেন তার ফেসবুক পেইজ ‘Nusraat Faria' থেকে। চাইলে সেখানে যে কেউ তার সাথে আড্ডায় শামিল হতে পারেন। করতে পারেন বিভিন্ন প্রশ্ন। ভক্তদের সকল প্রশ্নের উত্তর দিবেন আজ তিনি।
ভক্তদের সাথে আড্ডা দেয়া ঘোষণাটি বুধবার রাত সাড়ে আটটায় নিজের ফেসবুক পেজ এ ঘোষণা দিয়ে জানিয়েছেন ফারিয়া নিজেই। এর আগে নিজের প্রথম চলচ্চিত্র ‘আশিকী’ মুক্তি উপলক্ষে ফেসবুকে ভ্ক্তদের সঙ্গে আড্ডা দিয়েছিলেন তিনি।
সম্প্রতি সৈকত নাসির পরিচালিত ‘হিরো ৪২০’ শেষ করে আজ বুধবার দেশে ফিরেছেন তিনি। চলচ্চিত্রটিতে তার সঙ্গে অভিনয় করেছেন ওম ও রিয়া সেন। 
৩১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �