কেমন কাটলো টালিগঞ্জের এ বছর?
বিনোদন ডেস্ক : বছর শেষ। তাই একটু হিসেব নিকেশ। হিসেব চলছে টালিগঞ্জ নিয়ে। বলা হচ্ছে এই টালিগেঞ্জের কোন অভিনেতা-অভিনেত্রী এ বছর কেমন করেছেন? কার কোন ছবি কেমন ব্যবসা করেছে? কাকে দর্শক গ্রহণ করেছে আর কাকে করে নি? আসুন তা একবার দেখে নেয়া যাক।
আবীর চট্টোপাধ্যায়: এ বছর বাংলা ছবিতে সবচেয়ে বেশি 'হিট' দিয়েছেন এই অভিনেতা। 'এবার শবর', 'কাটমুণ্ডু', 'রাজকাহিনী', 'হর হর ব্যোমকেশ' চারটে ছবিই ছিল হাউজফুল। তবে এই অভিনেতার 'যমের রাজা দিল বর' ফ্লপ করেছে। আর 'অ্যাবি সেন' অবশ্য সাড়া ফেলেনি বক্স অফিসে।
যিশু সেনগুপ্ত: এ বছর কাজ করেছেন অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, ইরফান খানের সঙ্গে, 'পিকু' ছবিতে। যে ছবি এ বছরের অন্যতম বলিউড হিট। তার অভিনীত 'রাজকাহিনী' আর 'ব্যোমকেশ বক্সী'-ছবিও হাউজফুল। তবে 'নির্বাক', 'রুম নং ১০৩' বক্সঅফিসে সাড়া ফেলেনি। 'আরশিনগর'-এ তার অভিনয় প্রশংসিত হয়েছে। তবে কিছু ফিল্ম ট্রেড অ্যানালিস্টের মতে এই ছবি 'হিট' তকমা পাবে, এখনই তেমন কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।
দেব: এ বছর দেব অভিনীত হিট ছবি 'শুধু তোমারই জন্য'। তবে 'হিরোগিরি' বক্সঅফিসে সাড়া ফেলেনি৷ 'আরশিনগর' সম্পর্কে এখনও পর্যন্ত তেমন আশার আলো দেখা যাচ্ছে না।
জিত্ : এ বছর 'বেশ করেছি প্রেম করেছি' নিয়ে এসেছেন। এই ছবিতে হাউজফুল বোর্ড দেখা গিয়েছে, তবে ছবিটিকে সুপারহিট বলা যাচ্ছে না।
প্রসেনজিত্ চট্টোপাধ্যায়: এ বছর 'লড়াই' নিয়ে এসেছেন। ছবিটি বক্সঅফিসে একেবারেই ভালো ফল করেনি।
পরমব্রত চট্টোপাধ্যায়: তার অভিনীত 'কাদম্বরী' ছবিতে হাউজফুল বোর্ড দেখা গিয়েছে। তবে হিন্দি ছবি 'ইয়ারা সিলি সিলি' আর বাংলা ছবি 'গ্ল্যামার', 'রোগা হওয়ার সহজ উপায়', 'বাবার নাম গান্ধীজী' বক্সঅফিসে একেবারেই সাড়া ফেলেনি।
ঋত্বিক চক্রবর্তী: তার অভিনীত 'এবার শবর', 'ওপেন টি বায়োস্কোপ', 'আসা যাওয়ার মাঝে', 'হর হর ব্যোমকেশ' ছবিতে হাউজফুল বোর্ড দেখা গিয়েছে৷ 'বিটনুন' বক্সঅফিসে 'অ্যাভারেজ'। 'ভীতু', 'নির্বাক', 'অনুব্রত ভালো আছো?' বক্সঅফিসে তেমন সাড়া ফেলেনি।
শাশ্বত চট্টোপাধ্যায়: তার অভিনীত 'এবার শবর', 'রাজকাহিনী','কাটমুণ্ডু', 'ব্যোমকেশ বক্সী' বক্সঅফিসে হাউজফুল বোর্ড দেখেছে৷ 'নাটকের মতো' বক্সঅফিসে 'অ্যাভারেজ'। 'এইট্টি নাইন', 'ইচ্ছেমতীর গপ্পো', 'বৌদি ডট কম' সাড়া ফেলেনি৷
অঙ্কুশ: তার অভিনীত 'জামাই ৪২০'-তে নজর কেড়েছেন অঙ্কুশ। ছবিটিও দর্শকের পছন্দ হয়েছে৷ তবে 'রোমিও ভার্সেস জুলিয়েট', 'আশিকি' বক্সঅফিসে সাড়া ফেলেনি।
সোহম চক্রবর্তী: সোহম অভিনীত 'অমানুষ টু' বক্সঅফিসে সাড়া ফেলেনি৷ 'জামাই ৪২০' ছবিটি 'অ্যাভারেজ'৷ 'কাটমুণ্ডু' ছবিটি হিট৷
ঋতুপর্ণা সেনগুপ্ত: বক্সঅফিসে এ বছর তার অভিনীত 'বেলাশেষে' সুপারহিট৷ 'রাজকাহিনী' হিট৷ 'তিনকাহন' বক্সঅফিসে তেমন সাড়া না ফেললেও এ ছবিতে ঋতুপর্ণার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে৷ তবে 'আরও একবার' সাড়া ফেলেনি৷
কোয়েল মল্লিক: তার অভিনীত 'হিরোগিরি' বক্সঅফিসে সাড়া ফেলেনি৷ 'বেশ করেছি প্রেম করেছি' ছবিতে হাউজফুল বোর্ড দেখা গিয়েছে, তবে ছবিটিকে সুপারহিট বলা যাচ্ছে না৷
স্বস্তিকা মুখোপাধ্যায়: তার অভিনীত 'এবার শবর' হিট৷ 'শেষের কবিতা'-ও বক্সঅফিসে 'অ্যাভারেজ'৷ এ বছরই মুক্তি পেয়েছে তার হিন্দি ছবি 'ডিটেকটিভ', ব্যোমকেশ বক্সী৷ সে ছবিতে স্বস্তিকা নজর কেড়েছেন৷ 'ফ্যামিলি অ্যালবাম' বা 'অনুব্রত ভালো আছো?' বক্সঅফিসে সাড়া ফেলেনি৷ তবে তার অভিনয় নজর কেড়েছে৷
কঙ্কণা সেনশর্মা: তার অভিনীত 'শজারুর কাঁটা' আর 'কাদম্বরী' দু'টো ছবিতেই হাউজফুল বোর্ড দেখা গিয়েছে৷
পাওলি দাম: 'অজানা বাতাস', 'ফ্যামিলি অ্যালবাম' 'প্রাইমটাইম' বক্সঅফিসে সাড়া ফেলেনি৷ 'নাটকের মতো' বক্সঅফিসে 'অ্যাভারেজ'৷ তবে 'নাটকের মতো' আর 'ফ্যামিলি অ্যালবাম' দু'টো ছবিতেই পাওলির অভিনয় নজর কেড়েছে৷
পার্নো মিত্র: তার অভিনীত 'গ্ল্যামার', 'ভীতু', 'শেষ অঙ্ক' বক্সঅফিসে তেমন সাড়া ফেলেনি৷ 'রাজকাহিনী' হিট৷ তার বলিউড ডেবিউ 'এক্স'-এ নজর কেড়েছেন পার্নো৷ রাইমা সেন: তাঁর অভিনীত 'এইট্টি নাইন', 'রোগা হওয়ার সহজ উপায়', 'নির্বাসিত' বক্সঅফিসে তেমন সাড়া ফেলেনি৷
তনুশ্রী চক্রবর্তী: তার অভিনীত 'ইচ্ছেমতীর গপ্পো', 'ক্রশ কানেকশন টু' বক্সঅফিসে সাড়া ফেলেনি৷
চুর্ণী গঙ্গোপাধ্যায়: এ বছর 'নির্বাসিত' ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে৷ তবে বক্সঅফিসে মোটেও সাড়া ফেলেনি৷
পায়েল সরকার: তার অভিনীত 'এবার শবর' হিট৷ 'জামাই ৪২০' ছবিটি 'অ্যাভারেজ'৷ 'লড়াই', 'যমের রাজা দিল বর', 'অমানুষ টু' তেমন সাড়া ফেলেনি৷
শ্রাবন্তী চট্টোপাধ্যায়: তার অভিনীত 'কাটমুণ্ডু' আর 'শুধু তোমারই জন্য' হিট৷
শুভশ্রী: এ বছর শুভশ্রী অভিনীত কোনও বাংলা ছবি মুক্তি পায়নি৷
মিমি চক্রবর্তী: তার অভিনীত 'কাটমুন্ডু', 'শুধু তোমারই জন্য' বক্সঅফিসে হিট৷ 'জামাই ৪২০' ছবিটি বক্সঅফিসে 'আভ্যারেজ'৷
নুসরত জাহান: তার অভিনীত 'হর হর ব্যোমকেশ' ছবিটি বক্সঅফিসে রমরমিয়ে চলছে৷ 'জামাই ৪২০' ছবিটি বক্সঅফিসে 'অ্যাভারেজ'৷
সোহিনী সরকার: 'হর হর ব্যোমকেশ'-এ সত্যবতী হিসেবে তিনি নজর কেড়েছেন৷ ছবিটিও হিট৷ 'রাজকাহিনী'-ও হিট৷ তবে তার অভিনীত 'ঝুমুরা', 'মণিহারা' বক্সঅফিসে সাড়া ফেলেনি৷
৩১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�