সোমবার, ২০ জুলাই, ২০২০, ১২:৫১:৪৬

ক'ঠিন বিপদের সময়ে পাশে থাকা র নামে নিজের সম্বলটুকু দিয়ে দোকান খুললেন পরিযায়ী শ্রমিক

ক'ঠিন বিপদের সময়ে পাশে থাকা র নামে নিজের সম্বলটুকু দিয়ে দোকান খুললেন পরিযায়ী শ্রমিক

বিনোদন ডেস্ক : ঈশ্বরের দূতের মতো এই করোনা আবহে নিরাপদে বাড়ি ফিরিয়েছিলেন সোনু সুদ। আর অভিনেতাকে শ্রদ্ধা জানাতেই নিজের সম্বলটুকু দিয়ে সোনু সুদের (Sonu Sood) নামে একটি দোকান খুলে ফেললেন পরিযায়ী শ্রমিক।

ক'ঠিন সময়ে যখন দি'শেহারা হয়ে গিয়েছিলেন, তখন পাশে দাঁড়িয়েছিলেন সোনু সুদ। করোনা আবহে একরাশ দুশ্চিন্তা মাথায় ভিন রাজ্যে বিনিদ্র রজনী কাটাচ্ছিলেন ওড়িশার যুবক প্রশান্ত কুমার প্রধান। পেটের দায়েই পরিবার ছেড়ে কাজ করতে যেতে হয়েছিল অন্যত্র। কিন্তু লকডাউনে আ'টকে অথৈ জলে পড়েছিলেন তিনি। কাজ নেই, পকেটে টাকা নেই, দু’বেলা দু’মুঠো ভাত জুটতেও প্রায় বেগ পেতে হচ্ছিল। এমনই এক ক'ঠিন বিপদের সময়ে প্রায় ঈশ্বরের দূতের মতো অবতরণ ঘটল সোনু সুদের। বলিউড অভিনেতার আয়োজিত বিশেষ বিমানে তিনি ফিরতে পারলেন। এমন প'রিস্থিতিতে যিনি নিঃস্বার্থে হাজারো শ্রমিককে বাড়ি ফিরিয়েছেন, সেই অভিনেতাকেই অভিনব শ্রদ্ধার্ঘ্য জানালেন ওড়িশার পরিযায়ী শ্রমিক প্রশান্ত।

বাড়ি ফিরে সিদ্ধান্ত নিয়েছেন সংসারের যতই অভাব থাক, করোনা প'রিস্থিতি কাটলেও এবার আর ভিন রাজ্যে পাড়ি দেবেন না কাজের জন্য। কারণ, আপদে-বিপদে পরিবারের থেকে দূরে থাকা যে কতটা কষ্টের আর চিন্তার, তা তিনি হা'ড়ে হা'ড়ে টের পেয়েছেন এই লকডাউনে। তাই যা করার নিজের সম্বলটুকু দিয়ে সস্থানেই করতে হবে। সেই ভাবনা থেকেই সোনু সুদের নামে ওয়েল্ডিং শপ খুলে ফেললেন ওই শ্রমিক। কোচি বিমানবন্দরের কাছাকাছি এক সংস্থায় তিনি ওয়েল্ডিংয়ের কাজই করতেন। পারিশ্রমিক ছিল দিনে ৭০০ টাকা। বলিউড অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সাধ করে দোকানের নাম রাখলেন ‘সোনু সুদ ওয়েল্ডিং শপ’। দোকানের সাইনবোর্ডে নামের পাশে জ্বলজ্বল করছে সোনুর ছবি।

মে মাসের ২৯ তারিখে সোনুর আয়োজিত বিশেষ বিমানে ১৬৮জন কোচি থেকে ওড়িশায় ফিরেছিলেন। তাঁদের মধ্যে একজন ছিলেন প্রশান্ত কুমার প্রধানও। বাড়ি ফিরে বলিউড অভিনেতার অবদান ভোলেননি। কারণ, তিনি যা উপকার করেছেন তা ভোলার নয়! তাই সোনু সুদকে শ্রদ্ধা জানাতে ভুবনেশ্বর থেকে ১৪০ কিলোমিটার দূরে হাতিনায় নিজের বাড়ির সামনেই একটি দোকান খুলে ফেললেন অভিনেতার নামে।-সংবাদ প্রতিদিন 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে