সোমবার, ২০ জুলাই, ২০২০, ১১:৩৩:৪৫

অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি ছিলেন সুশান্ত সিং রাজপুত

অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি ছিলেন সুশান্ত সিং রাজপুত

বিনোদন ডেস্ক : অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর মৃ'ত্যুর ঘ'টনা তদ'ন্ত করছে মুম্বাই পুলিশ। গত শুক্রবার সুশান্তের দু'জন মনোবিদকে তলব করেছিল মুম্বাই পুলিশ। তারা জানিয়েছেন অভিনেতা বহুদিন ধ'রে অব'সাদে ভু'গছিলেন এবং চিকিৎসাও করাচ্ছিলেন।

জানা গেছে, ২০১৯ এর অক্টোবর মাসে অব'সাদের জন্য গু'রুতর অ'সু'স্থ হলে টানা এক সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন সুশান্ত। গত এক বছরে ৩৪ বছরের অভিনেতা ৫ জন মনোবিদের পরামর্শ নিয়েছিলেন। এদের মধ্যেই দু'জন মনোবিদকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশ। প্রায় ঘণ্টাখানেক ধ'রে তাদের জে'রা করা হয়।

একজন মনোবিদ জানাচ্ছেন, বান্ধবী রিয়া চক্রবর্তীর এক বন্ধুর রে'কমেন্ডে'শনে সুশান্তের চিকিৎসা করছিলেন তিনি। সেই সময় অভিনেতা প্রচ'ণ্ড অব'সাদে থাকতেন এবং কোনও একটি বিষয় নিয়ে খুব আ'ত'ঙ্কে ছিলেন। চিকিৎসক জানিয়েছেন, সুশান্তের মধ্যে প্রথমে যে উ'পস'র্গগুলো দেখা গিয়েছিল সেগুলো হল, পর্যাপ্ত পরিমাণে ঘুমের অভাব, অ্যাং'জাইটি, এবং কোনও একটি বিষয়ের প্রতি সবসময় স'ন্দে'হপ্র'বণ থাকা। সুশান্তের কাউন্সেলিং এর সময়ে সবসময় সঙ্গে থাকতেন তারই বান্ধবী রিয়া চক্রবর্তী।
 
কাউন্সেলিং সং'ক্রা'ন্ত সম'স্ত প্রেসক্রি'পশন এবং মেডিকেল নোটস মনোবিদদের কাছ থেকে চেয়েছে মুম্বাই পুলিশ। জানা গেছে, সুশান্তের অব'সাদ সম্পর্কে আরও কিছু তথ্য মনোবিদরা মুম্বাই পুলিশের কাছে জানিয়েছেন। কিন্তু সেগুলো এখনো সংবাদ মাধ্যমের কাছে মুম্বাই পুলিশ প্রকাশ করেনি। অন্যান্য মনোবিদদের সঙ্গেও চিকিৎসকরা এ বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাটে উ'দ্ধা'র হয় সুশান্ত সিং রাজপুত এর ঝু'ল'ন্ত দেহ। পুলিশ জানাচ্ছে তিনি আ'ত্মঘা'তী হয়েছেন। বহুদিন ধ'রে অ'বসা'দে ভু'গছিলেন। কিন্তু ঠিক কী কারণে তিনি অব'সাদগ্র'স্ত ছিলেন তা এখনো প্রকাশ্যে আসেনি। কোনো সু'ইসা'ইড-নোট রেখে যাননি তিনি। অন্যদিকে সুশান্তের অনুরাগীরা সিবিআই ত'দ'ন্তের দাবিতে সরব হয়েছেন। মুম্বাই পুলিশ এখনও পর্যন্ত ৩৫ জনকে জি'জ্ঞা'সাবা'দ করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে