কাজল বাজে কথা বলেছেন : শাহরুখ
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : শাহরুখ খান আর অজয় দেবগন সম্পর্কে ভুল বলেছে কাজল! সম্প্রতি একটি সাক্ষাত্কারে এমনই বিস্ফোরক তথ্য জানিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। কিছুদিন আগেই একটি সংবাদ সম্মেলনে কাজল বলেন, ‘অজয় আর শাহরুখ বন্ধু নন’। তার দাবি, ‘একজন আমার বন্ধু আর একজন আমার জীবনসঙ্গী। ওঁরা দু’জন বন্ধু নন। তার মানে এটা কখনই নয় যে ওঁরা একে অপরের শত্রু।’
কাজলের এই সোজা সাপটা কথাটা মেনে নিতে পারেননি তার ‘বন্ধু’ শাহরুখ খান। বলিউড পাড়ায় একটি সাক্ষাত্কারে এই প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে শাহরুখ বলেন, ‘আমি কাজলের সঙ্গে এ ব্যপারে এক মত নই। এ নিয়ে বাজে কথা বলেছেন কাজল। অজয় খুব শান্ত স্বভাবের মানুষ। আমার মতো অনর্গল কথা বলা ওঁর অভ্যাস নয়।’ তিনি আরও বলেন, ‘আমরা এক সঙ্গে হয়তো বসে গল্প করি না। কারণ এতো সময় পাই না। কিন্তু তা-ও আমরা ভাল বন্ধু।’ পাশাপাশি কং খান দাবি করেন, ‘রাত ৩টার সময়েও যদি কোনও দরকার পড়ে, আমি সোজা ফোন করি অজয়কে। যদি কখনও বলি, একটা জরুরি কাজের জন্য কাজলকে এখন একটু দরকার, অজয় নিজে ড্রাইভ করে কাজলকে তখনই নিয়ে চলে আসে। আমরা এমনই বন্ধু।’
শেষে শাহরুখ বলেন, ‘আমরা দু’জনেই বিবাহিত, আর দু’জনেরই সন্তান রয়েছে, পরিবার রয়েছে। এবং কোথাও না কোথাও আমরা একই রকম সমান্তরাল জীবনযাপন করি।’
এর পর কী বলিউডের এই ত্রয়ীকে নিয়ে বিতর্ক, জল্পনা শেষ হয়ে গেল! একেবারেই না। কারণ একই বিষয়ে দু’জন দু’রকম মতামত দিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিলেন শাহরুখ-কাজল। আর এটা ভুলে গেলে চলবে না, যে এ বিষয়ে বিগত ১৬ বছরে একবারও মুখ খোলেননি এই নাটকের তৃতীয় চরিত্রের ব্যক্তি— অজয় দেবগন।
৩১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �