শুক্রবার, ০১ জানুয়ারী, ২০১৬, ০১:০৩:৩৭

২০১৫-এ আলোচিত ৫ কেচ্ছা

২০১৫-এ আলোচিত ৫ কেচ্ছা

বিনোদন ডেস্ক : কেচ্ছা–গসিপ–অভিযোগ–মামলা–বিতর্ক— রোজ হাওয়ায় ওড়ে বলিউডে। পরের দিন ফের হাওয়াতেই মিলিয়ে যায়। তবে বছর ঘুরলেও কিছু গল্প কিছুতেই পুরনো হয় না। এ বছরের সে রকমই কিছু গল্পে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক— ১) অনুষ্কার বিরাট–পর্ব :— ২০১৫–এর ক্রিকেট বিশ্বকাপ সেমিফাইনালে হেরে যায় ভারত। দায় চাপে অনুষ্কা শর্মার ওপর। কেউ বলেন ‘অপয়া’। কেউ বলেন, সিডনির গ্যালারিতে তিনি ছিলেন বলেই ব্যাটিংয়ে মনযোগ দিতে পারেননি বিরাট কোহলি। মাত্র ১ রান করেছিলেন সেই ম্যাচে। শেষ পর্যন্ত বান্ধবীর হয়ে মুখ খোলেন বিরাট। বলেন, ‘কেউ আমার বান্ধবীকে যা তা বললে রাগ তো করবই!’ ২) ম্যাগি এবং বলিউড :— অতিরিক্ত পরিমাণ সীসা মেলায় কাঠগড়ায় ওঠে ম্যাগি। টেনে তোলে তিন বলিউড সেলেবকেও। ম্যাগির বিজ্ঞাপন করার জন্য সমালোচিত হন অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত এবং প্রীতি জিন্টা। সাধারণ মানুষকে ভুল পথে চালিত করেছেন অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়। খুঁজতে গেলে, এই অভিযোগ থেকে রেহাই পাবেন না কোনও বলিউড তারকাই। ৩) সালমান ‘বেকসুর’ খান :— অভিযোগ ছিল, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর বান্দ্রা বেকারির সামনে গাড়ি চাপা দিয়ে খুন করেছিলেন এক ফুটপাথবাসীকে। জখম হয়েছিলেন আরও চার জন। ৫ মে তাকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেয় নিম্ন আদালত। সেদিনই অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট। পরে জামিনও পান। ১০ ডিসেম্বর ওই মামলাতেই সাল্লু ভাইকে বেকসুর খালাস করলো বম্বে হাইকোর্ট। ৪) ‘বদল’পুর :— এই বছরই পাশের বাড়ির মেয়ে মার্কা ইমেজ বদলে নতুন অবতারে রাধিকা আপ্তে। ‘হান্টার’, ‘বদলাপুর’, ‘অহল্যা’–র পর অনুরাগ কাশ্যপের তথ্যচিত্র। তথ্যচিত্র এখনও মুক্তি পায়নি। তার আগেই বাজার ছেয়ে ফেলে রাধিকার ন্যুড ছবি। ছবির একটি দৃশ্যে ছড়িয়ে পড়ে। বেজায় খেপে যান নায়িকা আর পরিচালক। তাতে কি! ততদিনে আম আদমির হাতের মুঠোয় রাধিকা আপ্তে। ৫) কালো ঐশ্বর্য :— রানীর মতো গা–ভরা গয়না পরে বসে আছেন ঐশ্বর্য। পিছনে ছাতা ধরে দাঁড়িয়ে রয়েছে এক কালো আদিবাসী ছেলে। দক্ষিণ ভারতের একটি গয়নার দোকানের বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। বর্ণবৈষম্যের অভিযোগ ওঠে গয়নার দোকান এবং বিজ্ঞাপন সংস্থার বিরুদ্ধে। রেহাই পাননি ঐশ্বর্যও। ১ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে