অভিনয় থেকে অবসর নিবেন শাহরুখ!
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা তিনি। তাকে বলা হয়ে থাকে বলিউড বাদশা। তাহলে পাঠক এতক্ষণে ধরে ফেলছেন কে তিনি? হ্যাঁ, বলা হচ্ছিল শাহরুখ খানেরই কথা। বলিউডে যার পূর্বপুরুষ কোন অভিনেতা ছিলেন না। তারপরও তিনি নিজের যোগ্যতায় এখানে বাদশায়ী করছেন।
১৯৯২ সালে ‘দিওয়ানা’ চলচ্চিত্রের মাধ্যমে এই বাদশা পা রাখে বলিউডে। এরপর বাজিগর(১৯৯৩), দিলওয়ালে দুলহান লে জায়েঙ্গে(১৯৯৫), দিল তো পাগল হ্যায়(১৯৯৭), দেবদাস(২০০২) চলচ্চিত্রের মতো অনেকগুলো জনপ্রিয় চলচ্চিত্র দর্শকদের উপহার দিয়েছেন তিনি।
শাহরুখ খানের নামের সমার্থক হিসেবে ‘পুরস্কার’ শব্দটি ব্যবহার করলেও ভুল হবে না। কারণ শাহরুখ খান এখন পর্যন্ত দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। শুধু ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডই পেয়েছেন চৌদ্দ বার। তবে শাহরুখ খানের একটাই দুঃখ, তার দীর্ঘ চলচ্চিত্র জীবনের ক্যারিয়ারে কখনোই তিনি ভারতের জাতীয় পুরস্কার পাননি। তবে কিং খান অধীর অপেক্ষায় আছেন, সম্মানিত এই পুরস্কার অর্জনের।
তবে বলিউডের খবর, এই বাদশা নাকি অবসর নিয়ে নিবেন। তবে সেটা জাতীয় পুরস্কার পাওয়ার পর।
শাহরুখ ভক্তরা নিশ্চয়ই এখন প্রার্থনা শুরু করেছেন, তাদের প্রিয় অভিনেতা যেন জাতীয় পুরস্কার না পায়। কারণ তারা নিশ্চয়ই প্রিয় অভিনেতাকে রুপালি পর্দায় মিস করতে চান না।
০১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�