নতুন বছরে আসছে যেসব ছবি
বিনোদন ডেস্ক : নতুন বছর। নতুন পরিকল্পনা। এটাই স্বাভাবিক। সে হিসেবে সিনেপ্রেমিরা নিশ্চয় পরিকল্পনা করে রেখেছেন এ বছর কোন কোন ছবি দেখবেন?
তবে সিনেমা প্রেমিদের জন্য এবছরটা বেশ ভালোই কাটবে। ভরপুর বিনোদনও পাবেন তারা। কেন না, এ বছর মুক্তি পাচ্ছে সব বিগ বিগ ছবিগুলো। যা, এতদিন অপেক্ষা করছেন দেখার জন্য। তবে কোন ছবি কবে মুক্তি পাচ্ছে? নিশ্চয় জানার জন্য ব্যাকুল হয়ে আছেন?
নতুন বছরে কিন্তু বলিউডের তিন খানই থাকছেন তাদের নিজ নিজ ছবি নিয়ে। সাথে হৃতিক, বিগ-বি তো আছেনই। সেই সাথে অক্ষয় ঐশ্বরিয়া আর অজয়ও কিন্তু আসছেন এ বছর নতুন ছবি নিয়ে।
তাহলে আসুন, দেখে নিই ২০১৬’র বলিউডের বাছাই করা কিছু ছবির তালিকা। অ্যাকশন-ড্রামা-কমেডি, পছন্দমতো বেছে নিন! তারিখ-সহ দেওয়া রইল ২০১৬-য় মুক্তির অপেক্ষায় থাকা বেশ কয়েকটি ছবির তালিকা। বেছে নিন এখন থেকেই।
১ জানুয়ারি : কিলিং বীরাপ্পন । ৮ জানুয়ারি : ওয়াজির।
এদিকে এক ফ্রেমে অমিতাভ বচ্চন আর ফারহান আখতার। ছবি দেখার এর চেয়ে ভাল অজুহাত আর কী হতে পারে? ফারহানের নির্দেশনায় ‘লক্ষ্য’তে কাজ করেছিলেন অমিতাভ। কিন্তু দু’জনের অনস্ক্রিন রসায়ন কেমন হবে সেটা এবার বোঝা যাবে। পরিচালক বিজয় নাম্বিয়ার। যার ‘কালো’ মেজাজের পরিচালনা ছবি আরও জমিয়ে দেয়। আর চিত্রনাট্য যখন অভিজাত জোশী এবং বিধু বিনোদ চোপড়ার, তখন আর চিন্তা কী! সুতরাং বছরের প্রথম মাসেই কিস্তিমাত।
এছাড়াও ১৫ জানুয়ারি : ঘায়েল ওয়ান্স এগেইন। ২২ জানুয়ারি : এয়ারলিফ্ট। ২২ জানুয়ারি : কেয়া কুল হ্যায় হাম ৩। ২৯ জানুয়ারি : মস্তিজাদে। ২৯ জানুয়ারি : শালা খড়ুস। ১৯ ফেব্রুয়ারি : নীরজা। ৪ মার্চ : জয় গঙ্গাজল। ২৫ মার্চ : রকি হ্যান্ডসাম। ১ এপ্রিল : কি অ্যান্ড কা।
এ বছরের বড় চমক তো থাকছে ১৫ এপ্রিল : এদিন মুক্তি পাবে শাহরুখ খানের ‘ফ্যান’। শাহরুখ খান বাংলার দর্শকের জন্য সব সময় উপুড়হস্ত। নইলে পয়লা বৈশাখের সময় বলিউডের কোনও বিগ রিলিজ হয় নাকি! ‘ব্যান্ড বাজা বারাত’এর পরিচালক মণীশ শর্মার ‘ফ্যান’এ শাহরুখের নাকি দ্বৈত চরিত্র। শাহরুখ এখানে নিজের জঁরও বদলেছেন। বোধহয় বুঝতে পেরেছেন যে মসালা ছবিতে দর্শকের অরুচি ধরে গিয়েছে। আর শাহরুখ যতবার অন্য রকম ছবি করেছেন, ততবারই মাতিয়ে দিয়েছেন। অতএব ফ্যানেরা তৈরি থাকুন।
এছাড়া আরও মুক্তি পাবে, ১৩ মে : আজহার। ২০ মে : সরবজিৎ। ৩ জুন : হাউসফুল ৩। ৩ জুন : জগ্গা জাসুস। ১৭ জুন : উড়তা পঞ্জাব।
সেই সাথে এ বছর শাহরুখ আরও একটি ছবি নিয়ে হাজির হবে তার ভক্তদের জন্য। ৮ জুলাই : মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত ‘রইস’। আগামী ঈদে সালমান খানের পাশাপাশি আছেন মিঞাভাই শাহরুখ খানও। ‘রইস’এ শাহরুখের লুক নিয়েই উচ্ছ্বসিত তার ভক্তেরা। যার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে ছবির টিজার। ছবিতে রয়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকিও। পরিচালক রাহুল ঢোলাকিয়া খুব বেশি ছবি করেন না বটে। কিন্তু ভুললে চলবে না, তিনি ‘পরজানিয়া’ বানিয়েছিলেন। ছবির টিজার আর লুক বলে দিচ্ছে দর্শক হতাশ হবেন না।
এদিকে ৮ জুলাই : একই সময় মক্তি পাবে সালমান খানের ‘সুলতান’। আবার অ্যাকশন প্যাক্ড সালমান খান। ২০১৫ সালে যেটায় খামতি পড়ে গিয়েছিল। ‘যশ রাজ ফিল্মস’ এবং সালমান যদি ‘সুলতান’ নিয়ে আসেন, দর্শকের এড়িয়ে যাওয়ার সাধ্য হবে না। ছবির নায়িকা এখনও ঠিক হয়নি। কিন্তু সালমান থাকতে আর কারও কথা ভাবার প্রয়োজন আছে কি? ছবিতে সালমান কুস্তিগীরের চরিত্রে। টিজার দেখে দর্শক এখনই মাত! জুলাই মাসে ঈদের দিন সলমনের ‘সুলতান’এর জন্য বরাদ্দ রইল।
এছাড়াও ২৯ জুলাই : ঢিসুম।
অপরদিকে ১২ অগস্ট : আসছে হৃতিক রোশনের ‘মহেঞ্জো দড়ো’। আশুতোষ গোয়াড়িকর এবং হৃতিক রোশন একসঙ্গে। পিরিয়ড পিস বানাতে আশুতোষ যে সিদ্ধহস্ত, সেটা সকলেই জানেন। ছবি কেমন হবে তা নিয়ে বেজায় লুকোছাপা করছেন তিনি। সেটাই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। আশুতোষ বরাবরই লার্জ স্কেলে ছবি তৈরি করেন। এবারেও তার ব্যতিক্রম হবে না। অন্যদিকে সেই ২০১৪ সালে হৃতিকের ‘ব্যাং ব্যাং’ এসেছিল।
তার ভক্তেরা নিশ্চিতভাবে অপেক্ষা করছেন ‘মহেঞ্জো দড়ো’র জন্য।
অন্য দিকে ১২ অগস্ট : রুস্তম। ২ সেপ্টেম্বর : এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি। ৯ সেপ্টেম্বর (সম্ভবত) : রক অন টু। ১৪ অক্টোবর : রেঙ্গুন। ২৮ অক্টোবর : অ্যায় দিল হ্যায় মুশকিল। ২৮ অক্টোবর : শিবায়। ৩১ অক্টোবর : শুদ্ধি।
অপরদিকে এ বছরের শেষ ছবি হিসেবে মুক্তি পাবে আমির খানের আলোচিত ‘দঙ্গল’ সিনেমাটি। এটির জন্য মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে ২৩ ডিসেম্বর।
ঘোষণা হওয়ার দিন থেকে চর্চায় রয়েছে ‘দঙ্গল’। এমনতিই ২০১৫ সালে আমির খানের কোনও ছবি মুক্তি পায়নি।
আমির ছবির জন্য যেভাবে নিজের চেহারা তৈরি করেছেন তাতে বিস্মিত সকলে! কুস্তিগীর মহাবীর ফোগতের বায়োপিক ‘দঙ্গল’। যার জন্য আমির ওজন বাড়িয়ে নিয়ে গিয়েছেন ১০০ কিলোয়!
সাধারণত ক্রিসমাসটা নিজের ছবির জন্য বরাদ্দ রাখেন আমির। এবারেও ব্যতিক্রম হয়নি।
০১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�