নতুন বছরে বলিউড তারকারা যে যা বললেন
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনােদন ডেস্ক : নতুন বছরে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই শুভেচ্ছার স্রোতে ভেসে যাচ্ছে আপনার ইনবক্স৷ বন্ধুরা, আত্মীয়রা, ভালবাসার মানুষ- সবাই শুভেচ্ছা জানাচ্ছেন৷
পাশাপাশি, আপনাকে আলাদা করে শুভেচ্ছা জানাচ্ছেন বলিউডের তারকারাও! আপনিই তো টিকিট কেটে তার ছবি দেখে তাকে তারকা করে তুলেছেন! অতএব, তাদের শুভেচ্ছা আপনার ন্যায্য প্রাপ্য৷
নতুন বছরে আপনাকে কী বলছেন বলিউডের তারকারা? তাহলে এবার একটু জেনা নেয়া যাক কোন তারকা কি বললেন:-
অানুশকা শর্মা : 'হ্যাপি নিউ ইয়ার, বন্ধুরা! আশা করি, এই বছরে আপনারা যা যা চাইছেন, তার প্রত্যেকটাই পূর্ণ হোক৷ ফাটাফাটি একটা বছর কাটুক! অনেক ভালবাসা৷' সঙ্গে একটা স্মাইলি আর হার্ট স্মাইলিও দিতে ভোলেননি অানুশকা!
সিদ্ধার্থ মালহোত্রা : সিদ্ধার্থ মালহোত্রার শুভেচ্ছার প্রথম বাক্যটা একটু হতাশ করতে পারে আপনাকে! শুধু মাত্র টুইটার যারা ব্যবহার করেন, তাদেরকেই শুভেচ্ছা জানিয়েছেন তিনি৷ তবে, মন খারাপ করবেন না৷ আমরা সেই শুভেচ্ছা আপনার জন্য তুলে ধরলাম এখানে৷ 'হ্যাপি নিউ ইয়ার, টুইটার্সরা! আশা করি, ঠিক যেমনটা চাইছেন, ২০১৬ তেমনটাই হোক! আপনাদের ভালবাসা আর সমর্থনের জন্য অজস্র ধন্যবাদ জানাই৷ পাশাপাশি জানাই আমার পক্ষ থেকে ভালবাসা আর কৃতজ্ঞতা৷'
আলিয়া ভাট : আলিয়া ভাটের শুভেচ্ছা আপনার মন ভাল করে দেবেই! 'হ্যাপি নিউ ইয়ার ইউ বিউটিফুল পিপল! বছরটা নতুন বলেই যে আপনাকেও নতুন হয়ে উঠতে হবে, তার কিন্তু মানে নেই! বরং, এত দিন ধরে যে মানুষটা আপনি হয়ে উঠতে চেয়েছেন, যে রকমটা ঠিক আপনি, তেমনটাই আরও বেশি করে হয়ে উঠুন এই বছরে!'
অর্জুন কাপুর : '২০১৬ এসে গিয়েছে!' শুধুমাত্র এটুকু বলেই ক্ষান্ত থেকেছেন অর্জুন কাপুর!
কৃতী সানন : 'হ্যাপি নিউ ইয়ার! সবাই একটা দুর্দান্ত বছর কাটান!' সুন্দর করে, সংক্ষেপে মনের কথা বলেছেন কৃতী সানন৷
টাইগার শ্রফ : টাইগার শ্রফ লিখে সময় নষ্ট করতে চাননি৷ বদলে একটা ছবি পোস্ট করেছেন তিনি৷ সুন্দর শুভেচ্ছা, তাই না?
অক্ষয় কুমার : 'ভালবাসা, হাসি আর যা কিছু ভাল- সবেতে পূর্ণ হোক আপনার নতুন বছর৷ এই ভাল সব কিছু ভাগ করে নিন আপনার কাছের মানুষদের সঙ্গে৷ জন্ম নিক নতুন স্মৃতিরা!' যা দেখা যাচ্ছে, শুধু নিজের আনন্দই নয়, পাশাপাশি অন্যদের আনন্দের কথাটাও মাথায় রাখতে বলছেন অক্ষয় কুমার!
হুমা কুরেশি : 'হ্যাপি নিউ ইয়ার আপনাদের সবাইকে ভালবাসা জানাই ঈশ্বর আপনাদের মঙ্গল করুন' তার ঠিক পরেই আরও একটা কথা যোগ করেছেন হুমা কুরেশি! বলেছেন, বছরটা ভাল হওয়ার জন্য নিজেরও একটু উদ্যোগী হওয়া প্রয়োজন!
১ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �