বছরের শুরুতেই বলিউডের এক গুচ্ছ ছবি
বিনোদন ডেস্ক : বলিউডের একটি প্রচলিত ধরণা, বছরের শুরু অর্থাৎ জানুয়ারিতে ছবি মুক্তি পেলেই সেই ছবি অার হিট হবেনা। তার কারণ গত বছরও তাই হয়েছিল। কিন্তু ধারণা করা হচ্ছে ২০১৬ সালের বলিউডের ক্যালেন্ডার বলছে একেবারে অন্য কথা। তবে এ বছরের শুরুতেই মুক্তি পেতে চলেছে বলিউডের এক গুচ্ছ ছবি। তাও আবার সবই বড় বড় তারকাদের ছবি। সাধারণত পরিচালক, প্রযোজক, অভিনেতারা জানুয়ারি মাসটাকে এড়িয়ে চলেন৷ কারণ তারা মনে করেন, এই মাসে ফিল্ম রিলিজ করলে তা ফ্লপ করবে৷ কিন্তু এই বছরটা অন্যরকম৷ অমিতাভ বচ্চন, সানি দেওল, অক্ষয় কুমাপ, রাজকুমার হিরানি-সবার ফিল্মই রিলিজ করতে চলেছে এ বছর জানুয়ারিতে৷ ফলে বক্স অফিসেও চলবে হাড্ডাহাড্ডি লড়াই৷
বছরটা শুরু হচ্ছে 'ওয়াজির' দিয়ে৷ অভিনয় করছেন অমিতাভ বচ্চন আর ফারহান আখতার৷ এই হাই ভোলটেজ ড্রামা-থ্রিলারের প্রযোজক বিধু বিনোদ চোপড়া৷ পরিচালক বিজয় নাম্বিয়ার৷
'ওয়াজির'-এর সঙ্গেই মুক্তি পাচ্ছে ওনির আর সঞ্জয় সুরির 'চৌরঙ্গ'৷ যেখানে অভিনয় করেছেন তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়৷ এর পরেই মুক্তি পেতে চলেছে 'ঘায়েল ওয়ান্স এগেন'৷ ছবিটি পরিচালনা-প্রযোজনা করেছেন সানি দেওল৷ চিত্রনাট্যও লিখেছেন তিনি নিজেই৷ ৯০-এর দশকে রিলিজ করেছিল 'ঘায়েল'৷ ছবিটি সুপারহিটও হয়েছিল৷ তারই সিক্যুয়েল এটি৷ সেই ছবিতে সানি দেওয়লের চরিত্রের নাম ছিল অজয় মেহেরা৷ সেই বক্সার অজয়েরই প্রত্যাবর্তন ঘটতে চলেছে বছরের শুরুতে৷ ১৫ই জানুয়ারি 'ঘায়েল ওয়ান্স এগেন'-এর সঙ্গেই মুক্তি পেতে চলেছে 'চক অ্যান্ড ডাস্টার'৷ এটি জুহি চাওলার কামব্যাক ফিল্ম৷ দু'জন শিক্ষিকার জীবন কাহিনি এটি৷ জুহি চাওলার সঙ্গে এই ছবিতে অভিনয় করছেন শাবানা আজমি, জারিনা ওয়াহাব, দিব্যা দত্ত৷
জানুয়ারির ২২ তারিখ মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের 'এয়ারলিফ্ট'৷ ইরাক-কুয়েত যুদ্ধের সময় সেখানকার ভারতীয়দের সুরক্ষিত ভাবে সরিয়ে আনার টানটান কাহিনি 'এয়ারলিফ্ট'৷ ওই একই দিনে মুক্তি পাচ্ছে কমেডি 'কুল হ্যায় হাম ৩'৷ অভিনয় করেছেন তুষার কাপুর আর আফতাব শিবদাসানি৷ এর পরের শুক্রবার ২৯ জানুয়ারি, মুক্তি পেতে চলেছে অন্য একটি কমেজি 'মস্তিজাদে'৷ এই ছবিটিতেও রয়েছেন তুষার কাপুর৷ সঙ্গে বীর দাস৷ তবে ছবিটির মূখ্য আকর্ষণ অবশ্যই সানি লিওনি৷ রাজ কুমার হিরানি প্রযোজিত দ্বিভাষিক স্পোর্টস ড্রামা 'সালা খাড়ুস' মুক্তি পেতে চলেছে ওই একই দিনে৷ ফিল্মটিতে অভিনয় করেছেন আর মাধবন এবং নবাগতা সুধা কোংগারা৷ বক্সিং কোচ আর তার স্টার বক্সারের সম্পর্ক নিয়ে তৈরি এই ফিল্ম৷
গত বছরও মুক্তি পেয়েছিল বেশ কয়েকটি হিন্দি ছবি৷ এর মধ্যে 'তেভর', 'হাওয়াইজাদা', 'অ্যালোন'-সব ক'টিই ফ্লপ৷ সাফল্যের মুখ দেখেছিল শুধুমাত্র 'বেবি'৷ আসলে ফিল্ম বোদ্ধাদের মতে এই সময় সবাই ছুটির মেজাজে থাকেন৷ তাই ছবি হিট করানো সত্যিই মুশকিল৷ তবে এ বছর নানা ধরনের ছবি মুক্তি পেতে চলেছে বছরের শুরুতেই৷ তাই আশা করা যায় জানুয়ারি মাসেও বক্স অফিস খরা কাটিয়ে চাঙ্গা হয়ে উঠতে পারবে৷
১ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�