বিরিয়ানির স্বাদ দু’দেশেই : সামি
বিনোদন ডেস্ক : ভারতে অসহিষ্ণুতা নেই, নাগরিকত্ব গ্রহণ করে কৃতজ্ঞ আদনান সামি। গাইলেন 'তেরি উঁচি শান হ্যায় মওলা'।
স্ত্রী রোয়াকে সঙ্গে নিয়ে শুক্রবার নতুন বছরের প্রথম দিনটিতে নর্থ ব্লকে হাজির হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর হাত থেকে নাগরিকত্বের সার্টিফিকেট গ্রহণ করে উচ্ছ্বসিত পাকিস্তানে জন্ম হওয়া গায়ক।
তিনি বলেন, আমাকে এই সুন্দর উপহার দেয়ার জন্য ভারত সরকারের কাছে কৃতজ্ঞ আমি। গেয়েও ওঠেন, ‘তেরি উঁচি শান হ্যায় মওলা, মুঝকো ভি লিফট করা দে’।
ভারতের নাগরিক হওয়ার অনুভূতিটা কেমন? সামির জবাব, কোনো পার্থক্য নেই। কেননা বিরিয়ানির স্বাদ দু’দেশেই এক। পাকিস্তান, ভারত-দু পারেই যথেষ্ট বিরিয়ানি খেয়েছি।
তার ভারতীয় নাগরিকত্ব নেয়া নিয়ে পাকিস্তানে কী প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে সামি জানান, মিশ্র অনুভূতি রয়েছে সেখানে। তবে ভারত ও তার জনগণের প্রতি তার ভালোবাসা উপলব্ধি করতে পারে তার পরিবার, জানান সে কথাও।
ভারতে অসহিষ্ণুতা ক্রমশ বাড়ছে, আমির খান, শাহরুখ খানের এহেন সাম্প্রতিক উদ্বেগ ঘিরে চাপানউতোর তুঙ্গে উঠেছে। ৪৬ বছর বয়সী গায়কের বক্তব্য, প্রত্যেকের নিজস্ব মতামত থাকতে পারে। সে অধিকার আছে এবং ভারতীয় তারকারা তাদের নিজ নিজ অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানিয়েছেন।
একইসঙ্গেই বলেন, অসহিষ্ণুতা থাকলে আমি তো ভারতের নাগরিকত্ব নিতাম না। আমি কখনও অসহিষ্ণু আচরণ দেখিনি। ভারতে অসহিষ্ণুতা নেই।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক আচমকা লাহোর যাত্রা ও ভারত-পাক সম্পর্ক উন্নত করার প্রয়াসকেও সাধুবাদ জানান সামি। বলেন, প্রতিবেশীকে ভালবাস-আমি নিজে এই দর্শনেই বিশ্বাসী।
গত বেশ কয়েক বছর ধরে ভারতই হয়ে উঠেছিল সামির অঘোষিত স্থায়ী ঠিকানা। গত বছর ২৬ মে তিনি ভারত সরকারের কাছে তাকে মানবিকতার কারণে পাকাপাকি এ দেশে থাকতে দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন। তার সেই আর্জি মঞ্জুর হয়।
১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�