বলিউডে বছরজুড়েই ছিলো তিন খানের আধিপত্য
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : শেষ হলো ২০১৫। কেটে গেল বলিউডের আরও একটি বছর। নতুন বছরের শুরুতে সকলেই একটু চোখ বুলিয়ে নিচ্ছেন, গতবছরে বলিউডে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর দিকে। 
গত বছর বলিউডে সর্বোমোট মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা ১০৮টি। যার মধ্যে সারাবছর আলোচনায় ছিল ১৫টি চলচ্চিত্র। আর এসব আলোচিত চলচ্চিত্রের মাধ্য প্রতি বছরের মতো এ বছরও বলিউড শাসন করেছেন তিন খান, সালমান-আমির-শাহরুখ।
অবশ্য গেল বছরে মূল আকর্ষণ ছিল সালমান-শাহরুখদের ছবিই। এরমধ্যে সালমান খান অভিনীত দুটি ছবি মুক্তি পেয়েছে গত বছর। এর একটি হলো ‘বাজরাঙ্গি ভাইজান’ আর অন্যটি ছিল ‘প্রেম রতন ধন পায়ো’।  মূলত ‘বাজরাঙ্গি ভাইজান’ ছবিটিই  ২০১৫ সালের বলিউডে বক্স অফিসে ঝড় তোলে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে স্মরণীয় করে রাখে এটি। 
এছাড়া নাচে গানে আর রোমান্স নিয়ে বছরের শেষ দিকে ফের দর্শক মাতাতে হাজির হয়েছেন সোনম কাপুরকে নিয়ে। অনিল কন্যাকে সঙ্গী করে প্রথমবারের মতো  প্রেম করলেন ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে। আর এখানেও মুগ্ধ দর্শক। 
গেল বছরের পুরোটা সময় জুড়েই জল্পনা কল্পনার মধ্যে যিনি রেখেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। ‘দিলওয়ালে’ নিয়ে বছরের শুরু থেকেই ছিলেন নানান আলোচনায়। বিফলে যায়নি তার ছবিও। কাজলকে নিয়ে দীর্ঘদিন পর পর্দায় এসে একটুও হোঁচট খাননি বলিউড কিং। যেমনটা হাঁকডাক দিয়েছেন তেমনি দাপিয়েছেনও শাহরুখ। 
এদিকে সারা বছর কোনো ছবি না থাকলেও টিভি শো ‘সত্যমেভ জয়তে’ নিয়ে আলোচনার শীর্ষে ছিলেন আমির খানও।  পাশাপাশি ধর্মীয় অসহিঞ্চুতা নিয়ে বিবৃতি দিয়েও সংবাদের শিরোনামে পরিণত হন মিস্টার পারফেক্টশনিস্ট। এছাড়া এর আগের বছরের তার ‘পিকে’ ছবিটির রেশও ছিল ২০১৫ সালের শুরুর দিকটায়। 
বলিউডে গত বছরের সেরা ১০ ছবি- ১. বজরঙ্গী ভাইজান। ২. প্রেম রতন ধন পায়ো। ৩. তানু ওয়েডস মানু রিটার্নস। ৪. দিলওয়ালে। ৫. বাজিরাও মাস্তানি। ৬. এবিসিডি টু। ৭. ওয়েলকাম ব্যাক। ৮. সিং ইজ ব্লিং। ৯. গাব্বার ইজ ব্যাক। ১০. হেট স্টোরি থ্রি। 
০২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �