রণবীরের ঘরে ২০০ জন!
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : রণবীর সিং কে যে চরিত্রই দেওয়া হোক না কেন, তিনি তাতেই সাবলীল। মফস্বলি হরিয়ানভি হোক বা ইতিহাসের পাতা থেকে উঠে আসা কোনও লেজেন্ড, সহজেই তার মধ্যে মিলে-মিশে যান এই অভিনেতা। চরিত্রটি সটান ঢুকে পড়ে মনের একবারে ভিতরঘরে, যেখানে আসলে যে ঠিক ক’জনের বাস, সে প্রশ্নের উত্তর কেউ জানে না।
একজনায় ছবি আঁকে আর সেই ছবিখান নষ্ট করে অন্যজনা। এমন পরস্পরবিরোধী একাধিক চরিত্রকে দিনরাত সঙ্গে নিয়ে চলেন রণবীর। সম্প্রতিই তাকে বলতে শোনা গিয়েছে, সারাক্ষণ মাথার ভিতর কমপক্ষে ২০০ জনকে নিয়ে চলেন তিনি।
‘তারা যেন হঠাৎই কোথা থেকে উদয় হয়, এমনিই’, বলেছেন রণবীর, ‘আর একটা পেন্ডুলামের মতোই দোল খাই আমি।’ সম্প্রতি একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন রণবীর। এই কি তবে রণবীরের অসামান্য অভিনয় ক্ষমতার সিক্রেট? মনের ভিতর এতজন বসত করে বলে সহজেই ‘অন্যজনা’ হয়ে উঠতে পারেন তিনি?
ঠিক এই কারণেই কি ‘বাজিরাও মস্তানি’-র শ্যুটিং শুরুর আগে, প্রায় ২১ দিন তিনি একটি ঘরের মধ্যে নিজেকে বন্ধ করে রাখতেন। ওই ২১ দিনেই তিনি নিজের স্বাভাবিক কণ্ঠস্বরকে সম্পূর্ণ পাল্টে ফেলেছিলেন। বাজিরাও-কে মাথার ভিতর বসত করতে দিয়েছিলেন তিনি।
এমন করেই তার ভিতরে বসত করেছে ‘রামলীলা’-র ‘রাম’, ‘লেডিজ ভার্সেস রিকি ভেইল’-এর ‘রিকি’ বা ‘ব্যান্ড বাজা বারাত’-এর ‘বিট্টু’, আরও অনেক অনেক চরিত্র যাঁদের সঙ্গে হয়তো আমাদের এখনও পরিচয় হয়নি। হবে আগামী দিনে, রণবীরের পরবর্তী ছবিগুলিতে।
০২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �