শনিবার, ০২ জানুয়ারী, ২০১৬, ০২:৩২:৩৬

জমকালো আয়োজনে পালিত হলো মান্না উৎসব

জমকালো আয়োজনে পালিত হলো মান্না উৎসব

বিনোদন ডেস্ক : জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মত পালিত হল মান্না উৎসব ২০১৬ : ড্রিমস অফ মান্না। বাংলাদেশ শিশু একাডেমীর উন্মুক্ত মঞ্চে শুক্রবার সন্ধ্যায় এর আয়োজন করে মান্না ফাউন্ডেশন ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। তারকাদের নাচ-গানে রঙিন হয়ে উঠেছিল উৎসবটি। এ যেন ছিল তারকাদের একটি মহা মিলন মেলা। নায়ক মান্না আজ নেই কিন্তু তাকে ঘিরেই মুখরিত হয়ে উঠেছিল দেশের শিশু একাডেমীর উন্মুক্ত মঞ্চটি। অনুষ্ঠানটির আয়োজনের মধ্যে ছিল নায়ক মান্না অভিনীত চলচ্চিত্রের গান নিয়ে একটি জাঁকজমকপূর্ণ সন্ধ্যা। অনুষ্ঠানে পারফরম করেছেন অমিত হাসান, পপি, জায়েদ খান, আইরিন, সায়মন, শিরিন শিলা, ইমন ও আলিশা প্রধান, আমিন খান। এছাড়া কলকাতার অভিরূপ ও দেবলীনা পরিবেশন করেন উচ্চাঙ্গ নৃত্য। এছাড়াও ‘লুটতরাজ’ ছবির ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’ গানের তালে নেচেছেন তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমি। উৎসবে গান গেয়েছেন কণা, মনির খান। মান্নার স্ত্রী শেলী মান্নার আত্মীয় কান্তা। আয়োজনের মধ্যে আরও ছিল বুলবুল টুম্পার কোরিওগ্রাফিতে ফ্যাশন শো। তারকাদের পরিবেশনার আগে ছয় গুণী শিল্পীকে দেওয়া হয় মান্না স্মৃতিপদক। তারা হলেন- চাষি নজরুল ইসলাম (মরণোত্তর), রাজ্জাক, আনোয়ারা, শবনম, কাজী হায়াৎ ও সুচন্দা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উপস্থাপনা করছেন জনপ্রিয় দুই অভিনেতা রিয়াজ ও ফেরদৌস। ০২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে