শনিবার, ০২ জানুয়ারী, ২০১৬, ০৬:২৪:৩৩

নেটের মাধ্যমে পরিচিতদের টাকায় দেশ ভ্রমণ

নেটের মাধ্যমে পরিচিতদের টাকায় দেশ ভ্রমণ

বিনোদন ডেস্ক : নেটের মাধ্যমে পরিচিতদের টাকায় ৯ দেশ ভ্রমণ। তাও আবার ইতালি, বার্বাডোজ়, ফিলিপিন্সসহ ৯টি দেশ। দুবাইয়ে ক্যামেল ট্রেকিং থেকে হংকংয়ে শপিং। ২৫ বছর বয়সেই প্রোফাইলে যুক্ত হয়েছে তার এ অভিজ্ঞতা। অবাক হওয়ার কিছু নেই। নিজের গাঁটের কড়ি খরচ করে মোটেই ঘোরেননি তিনি। নেটের মাধ্যমে পরিচিতরাই দেশ ভ্রমণের খরচের জোগান দিয়েছেন। এমন খবর এনেছে অ্যালাবামার বাসিন্দা মনিকা লিনকে ঘিরে। গত বছর জানুয়ারির আগে অামেরিকার বাইরে পা দেননি তিনি। কিন্তু একটা বছর কাটতে না কাটতেই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা তার। তবে শুরুটা হয়েছিল এক মজাদার সাইট থেকে। প্রকাশিত একটি প্রতিবেদনই মোড় ঘুরিয়ে দেয় তার। ছুটিতে শুধু সঙ্গ দিতে হবে আর সব খরচ ওই পুরুষটির। বিষয়টি মনে ধরে যায় মনিকার। প্রথমে একটু খটকা লাগলেও সাইন আপটা করেই ফেলেন তিনি। এরপর শুরু হয় চ্যাটিং। মনিকার কথায়, ৫ থেকে ১০ বছর কাজ করে আমি যা করতে পারতাম না, মজাদার সেই সাইটের জন্যই একবছরে তা সম্ভব হলো। মাঝখানে তিনি এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে, একবার একটি চাকরিও ছেড়ে দিতে হয়েছে। বিমানভাড়া, ফাইভ স্টার রিসর্টে থাকা থেকে সবই বহন করেন নেটের মাধ্যমে পরিচিতরা। অবশ্য অনেকেই অন্যকিছু নিয়ে ভাবতে পারেন, কিন্তু মনিকা জানিয়েছেন ভিন্ন কথা। একে অন্যের প্রতি বন্ধুর মতোই আচরণ। মাঝে মাঝে গা ছমছমে লোকেশনে গেলেও ভয় পাননি তিনি। ২ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে