শনিবার, ০২ জানুয়ারী, ২০১৬, ০৭:৫২:২৯

বছরজুড়ে সংবাদের শিরোনামে যেসব তারকা

বছরজুড়ে সংবাদের শিরোনামে যেসব তারকা

বিনােদন ডেস্ক : বছরভর শুধ খবর আর খবর। মামলা থেকে শুরু করে বিয়ে, বক্স-অফিস থেকে রাজনৈতিক কূটকচালি- সব মিলিয়ে ২০১৫-র বলিউডি বিনোদন জগত্‍ জমজমাট৷ ফিচার পেজ-এর বাইরে বেরিয়ে তারাই শিরোনামে৷ তবে এঁদের মধ্যে সেরা চার ব্যক্তি যা সব সময়ই সংবাদের শিরোনামে থাকতেন। সালমান খান : একমাত্র তিনিই এবার শিরোনামে এসেছেন একাধিকবার, প্রত্যেকের চেয়ে বেশি৷ খুব সংক্ষেপে বলতে গেলে প্রথমে সেশন কোর্ট তাকে গাড়ি চাপা দিয়ে ফুটপাতে থাকা লোকটির মৃত্যুর কারণ হিসেবে অপরাধী সাব্যস্ত করে, পরে একই কেসে হাইকোর্টে তাকে মুক্তি দেয়া হয়৷ এবার আসা যাক সিনেমার দিকে, প্রথমে 'বাজরাঙ্গি ভাইজান' এবং পরে 'প্রেম রতন ধন পায়ো' এই রকম দুটো ব্লকবাস্টার ব্যাক-টু-ব্যাক সিনেমা উপহার দিয়েছেন তিনিই৷ খানেদের মধ্যে তিনিই প্রথম জানিয়ে দিয়েছেন ৫০ পেরোলেন৷ শুধুমাত্র এইটুকু করলেই তিনি এক্কেবারে প্রথমেই থাকতেন৷ তবে সেখানে তিনি থেমে থাকেননি৷ জানিয়ে দিয়েছেন লুলিয়া ভানতুর নামের মহিলার প্রেমে তিনি ডগমগ৷ গুঞ্জন উঠেছে এঁকেই নাকি বিয়ে করতে পারেন সালমান৷ প্রিয়াঙ্কা চোপড়া : তিনি এ বছর যা-যা করেছেন তার জন্য ভারতবাসী গর্বিত হয় বললেও কম বলা হবে৷ দেশের গন্ডি ছাড়িয়ে তিনি এবছর পা বাড়িয়েছেন হলিউডের দিকে৷ আমেরিকান টেলিভিশন সিরিজ 'কোয়ান্টিকো'-তে তিনি একদম নায়িকার চরিত্রে৷ এমনকী তার একটি দৃশ্যও ভাইরাল হয়ে গিয়েছে৷ আর এই কারণেই আমেরিকান গণমাধ্যম তাকে নিয়ে হইহই করছে৷ এর বাইরে ইতিমধ্যেই সঞ্জয় লীলা বনশালির 'বাজিরাও মাস্তানি' ছবিতে কাশিবাঈয়ের ভূমিকায় অভিনয় করে বেপক প্রশংসা কুড়িয়ে নিয়েছেন দর্শক মহলে। আমির খান : না, এবছর তার কোনও সিনেমা রিলিজ করেনি৷ বিনোদন-খবরে তিনি থেকেছেন তার আগামী ছবি 'ডঙ্গল'-এর ভূমিকায় কুস্তিগীরের চরিত্রে নিজের চেহারা কীভাবে বদলালেন তাই নিয়ে৷ কিন্তু তিনি শিরোনামে এসেছেন অন্য এক কারণে৷ রামনাথ গোয়েঙ্কা জার্নালিজম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এক বিশেষ সাক্ষাত্‍কার দিতে গিয়ে বলেছিলেন, 'আমি অনিরাপত্তা আর ভীতির মধ্যে দিয়ে যাচ্ছি৷ গত ৬-৮ মাসে আমার মধ্যে ক্রমবর্ধমান নৈরাশ্য এসে ভিড় করেছে৷ সেদিন আমার স্ত্রী কিরণ আমাকে জানিয়েছে, এই পরিস্থিতিতে কি আমরা দেশের বাইরে চলে যাব?' তিনি এই কথা বলার পর রাজনীতিকরা তাকে 'অসহিষ্ণু' হয়ে ওঠার অভিযোগে চিহ্নিত করেন৷ এবং অনেকেই তাকে বলেন তিনি যেন দ্রুত দেশ ছেড়ে চলে যান৷ এমনকী কেউ কেউ পুরষ্কারও ঘোষণা করেন যিনি সরাসরি কিরণ রাওকে চড় মারতে পারবেন৷ এর পরেও কি শিরোনামে না এসে তিনি থাকতে পারেন? শাহরুখ খান : এবছর মুক্তি পেয়েছে তার বহু প্রতীক্ষিত ছবি 'দিলওয়ালে'৷ দীর্ঘ দিন পর আরও একবার তিনি জুটি বেঁধেছেন এই ছবিতে তার প্রিয় নায়িকা কাজলের সঙ্গে৷ সেই ছবি বক্স অফিসে সাফল্যও পেয়েছে৷ তবে শুধুমাত্র এই একটি ছবির জন্য শাহরুখ খান শিরোনামে আসেননি৷ তিনি খবরের কাগজের বিনোদনের পাতার বাইরে সংবাদ হিসেবে এসেছেন 'ইনটলারেন্স' নিয়ে বক্তব্য রাখার কারণে৷ তিনি সমর্থন জানিয়েছেন অসহিষ্ণুতার কারণে যারা জাতীয় পুরস্কার ফেরত দিচ্ছেন তাদের৷ তিনি দাদরি কান্ডের প্রেক্ষিতে বলেছিলেন, 'ধর্মনিরপেক্ষ না হয়ে ধর্মীয় অসহিষ্ণুতা প্রকাশ করা এক ধরনের ক্রাইম৷' এর পরেই তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়৷ এমনকী তার বাড়িতে ইট-পাটকেলও ছোঁড়া হয়৷ এবং তার দেশপ্রেম নিয়েও প্রশ্ন তোলেন নিন্দুকেরা৷ শেষপর্যন্ত তাকে পাকিস্তান চলেযেতেও বলেন অনেকেই। ২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে