মারা গেলেন অালোচিত সেই গানের গায়িকা নাতালি
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : চলে গেলেন কিংবদন্তি গায়িকা নাতালি কোল। ১৯৯০ সলে তার অ্যালবাম ‘আনফরগেটেব্ল... উইথ লাভ’ এক বিশেষ অধ্যায়ের সূচনা করে। সোল, জ্যাজ এবং রিদম অ্যান্ড ব্লুজ জ্যঁরের পুরোধা শিল্পী নাতালি কোল প্রয়াত হলেন ৩১ ডিসেম্বর। তার বয়স হয়েছিল ৬৫ বছর। লস অ্যাঞ্জেলেসের একটা হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।  
মার্কিন-সংগীতের প্রবাদ-পুরুষ ন্যাট কিং কোল-এর কন্যা নাতালি ১৯৭০ দশকের মধ্যভাগে জনপ্রিয়তা পেতে শুরু করেন। প্রাথমিক পর্বে তার পরিচিতি নির্মিত হয় আর অ্যান্ড বি কণ্ঠশিল্পী হিসেবেই। পরে তা বিস্তৃত হতে থাকে অন্য ধারার গানের জগতেও।
তার সংগীত-জীবনের কয়েকটি উজ্জ্বল রত্ন হল— ‘ইনসেপারেব্ল’, ‘দিস ইউল বি’, ‘আওয়ার লাভ’, ১৯৯০ সলে তার অ্যালবাম ‘আনফরগেটেব্ল... উইথ লাভ’ এক বিশেষ অধ্যায়ের সূচনা করে। এই অ্যালবামের টাইটেল-ট্যাকটি ছিল তার সঙ্গে তার বাবা ন্যাট কিং কোল-এর ডুয়েট। কিং তত দিনে প্রয়াত। বিশেষ রিমিক্সের মাধ্যমে পিতা-কন্যা একত্র হন। সৃষ্ট হয় বিশ্ব সংগীতের ইতিহাসের এক সুবর্ণ-অধ্যায়।
তার সংগীত-ক্যারিয়ারে তিনি মোট ৯ বার গ্র্যামি পেয়েছেন। বেশ কিছু ছবিতেও অভিনয় করেছিলেন নাতালি। যার মধ্যে ‘কমিক রিলিফ’(১৯৯০), ‘ক্যাটস ডোন্ট ড্যান্স’(১৯৯৭) ইত্যাদি অন্যতম।
২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �