কর্মজীবি মায়েদের উদ্দেশ্যে যা বললেন কাজল
বিনোদন ডেস্ক : একটা সময়ে সিনেমার জগত থেকে বলাচলে বিদায় নিয়েছিলেন বলিউড অভিনেত্রী কাজল। ছেলেমেয়ের দায়িত্ব অস্বীকার করে ফিল্মি ক্যারিয়ার চাননি তিনি। তাই বলে মাতৃত্ব এবং ক্যারিয়ারের মধ্যে কোনও পার্থক্য দেখেছেন না কাজল।
কাজলের মতে, কর্মরত মা’কে দেখে বড় হওয়া, সন্তানের কাছে একটি শিক্ষণীয় অভিজ্ঞতা। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন যে, ‘মাই নেম ইজ খান’ সিনেমার পর তাকে সরে যেতে হয়েছিল অভিনয় থেকে কারণ তখন তার ছেলে ‘যুগ’ সদ্যোজাত।
এখন তার বয়স পাঁচ। তাই নতুন উদ্যমে অভিনয়ে ফিরতে চাইছেন কাজল। ‘২০১৬-র মাঝামাঝি থেকে আবার নতুন ছবি করব। তবে হ্যাঁ, শাহরুখের মতো বছরে তিনটে ছবি নয়। ওর মতো এত পরিশ্রম করতে পারি না আমি’, জানিয়েছেন তিনি।
বহু দিন সিনেমার জগত থেকে দূরে থাকার পরে ‘দিলওয়ালে’-র প্রস্তাব যখন আসে, তখন মেয়ে নাইসা-ই তাকে উৎসাহ দেয়। কাজল নিজেও এক কর্মরত মায়ের সন্তান। এই নিয়ে ছোটবেলায় অনেক অভিমান থাকলেও পরবর্তীকালে তার ধারণা পাল্টায় এবং তিনি বোঝেন ছোটবেলার সেই অভিজ্ঞতাই তাকে প্রফেশনাল হতে সাহায্য করেছে।
সংবাদ মাধ্যমকে কাজল বলেন, ‘আমি নিজে যখন কাজ করতে শুরু করি তখন বুঝতে পারি যে, আমি যতটা পরিশ্রম করতে পারি, কাজের সম্পর্কে আমার যে মানসিকতা কাজ করে, তার সবই আমার মধ্যে এসেছে কারণ মা’কে আমি এইভাবেই দেখতে দেখতে বেড়ে উঠেছি।’
২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�