নতুন বছরে বিয়ে করছেন যেসব তারকা
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনােদন ডেস্ক : ২০১৫ সালকে ইতিমধ্যে বিদায় জানিয়ে নতুন বছর ২০১৬-র অনন্দে ভাসছেন সবাই। তবে এই আনন্দের মাঝে একটু নতুন মাত্রা যোগ করলেন বেশ কয়েক জোড়া সেলিব্রিটি জুটি। সেই সুখবরটি হলো অনেক দিন আগ থেকেই প্রেম করে যাচ্ছেন, কিন্তু এবার সেই সম্পর্কটিকে বিয়ে পর্যন্ত টেনে নিতে চাচ্ছেন তারা। গত বছরই বিয়ের পিড়িতে বসার কথা ছিল তদের কিন্তু তা আর হয়ে ওঠেনি। তবে এবার নতুন বছরে সেই সব ঘটনা ঘটে যাওয়ার সম্ভবনা রয়েছে। এই তালিকায় যারা রয়েছেন দেখা নেয়া যাক তাদের এক ঝলক।
১. তাহলিয়া ডেব্রেট বার্নেটের সঙ্গে 'টুইলাইট' তারকা রবার্ট প্যাটিনসনের প্রেমের সম্পর্ক গুঞ্জণ ছড়ায়। রবার্টের প্রেমিকা এফকেএ নামেই বেশি পরিচিত। গত বছরের সেপ্টেম্বরে কিছুটা সমস্যা হলেও কাটিয়ে উঠেছেন তারা। এ বছরেই সুখবর পাওয়া যেতে পারে।
২. র্যাপার নিকি মিনাজ এবং মিক মিল দুজনকে ভালোবেসে ফেলেন। ২০১৫ সালে মিনাজের ইন্সটাগ্রামে একটি বিশাল এনগেজমেন্ট রিংয়ের ছবি দেওয়া ছিল। নতুন বছরেই সুসংবাদ মিলতে পারে।  
৩. ২০১৫ সালের  আগস্টে সাবেক 'ড্যান্সিং উইথ দ্য স্টারস' তারকা জুলিয়ানে হাগ তার প্রেমিক হিসেবে হকি খেলোয়াড় ব্রুক লাইচের কথা ঘোষণা করেন। তবে তখনও বিয়ের বিষয়ে কোনো চিন্তা-ভাবনা শুরু করেননি। প্রেম করে যাচ্ছেন। এদিকে, নতুন বছরে গাঁটছড়া বাঁধার জোর সম্ভাবনা রয়েছে।
৪. রহস্যে এখনো বন্দি আছেন জেনিফার লোপেজ এবং ক্যাসপার স্মার্ট। ২০১৪ সালের জুনে তাদের সম্পর্কের ছেদ ঘটে বলেই গুঞ্জন ছড়ায়। কিন্তু তারপরও দুজনকে বিভিন্ন স্থানে দেখা গেছে। তবে গোপনে এ বছর বিয়ে করতে ফেলতে পারেন বলে মনে করছেন কাছের মানুষরা।
৫. ২০১৩ সালে 'নাশভিল' তারকা হেইডেন প্যানিটিয়ার ভালোবাসার মানুষটা নাম জানালেন প্রো বক্সার তারকা ওয়াদিমির ক্লিটচোকো। পরের বছরই বাবা-মা হলেন দুজনে। ২০১৬-তে বিয়ের পিঁড়িতে বসবেন।
৬. টানা দুই বছর ধরে সুখের সময় কাটাচ্ছেন অলিভিয়া উইল্ডি এবং জেসন সুয়েডিকিস। ২০১৪ সালে একটি সন্তানও হয়েছে তাদের। নতুন বছরেই বিয়ের কাজটা সেরে ফেলবেন বলে আশা করছেন সবাই।
৭. গেলো বছরের 'ভ্যালেন্টাইন ডে'-তে লেডি গাগাকে বিশালাকৃতির হার্ট আকৃতির ডায়মন্ড দিয়ে প্রস্তাবের কাজ সেরে ফেলেছেন 'শিকাগো ফায়ার' তারকা টেইলর কিনি। এ বছর শুভ পরিণতি ঘটতে পারে দুজনের জীবনে।
৮. ক্রিস্টিনা অ্যাগুইলেরা আর ম্যাট রাটলারের এনগেজমেন্ট হয় ২০১৪ সালের ভ্যালেন্টাইন ডে-তে। তবে মাঝখানে সন্তান আসায় বিয়ের কাজটা সারতে পারেননি। তবে এ বছর সেরে ফেলবেন বলেই মনে করা হচ্ছে।
২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �