রবিবার, ০৪ অক্টোবর, ২০২০, ০৪:০৬:৩৫

যে কারণে এবার কোন বাংলাদেশিই মীরাক্কেলে থাকছেন না

যে কারণে এবার কোন বাংলাদেশিই মীরাক্কেলে থাকছেন না

বিনোদন ডেস্ক : বাংলাদেশ এবং কলকাতায় সমানতালে জনপ্রিয় অনুষ্ঠান 'মীরাক্কেল'। এ অনুষ্ঠানে বরাবরই বাংলাদেশি প্রতিযোগীরা অংশ নেন এবং পুরস্কার তথা সম্মানও পান। তবে এবারের মীরাক্কেলের অনুষ্ঠিতব্য সিজনে কোন বাংলাদেশি প্রতিযোগী থাকছেন না।

জানা গেছে, 'মীরাক্কেল'-এর দশম আসরের জন্য বাংলাদেশ পর্বের প্রাথমিক অডিশনে ১২ জন প্রতিযোগী নির্বাচিত হলেও তারা অংশ নিতে পারছেন না অনুষ্ঠানটিতে। আজ দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নি'শ্চি'ত করেছেন মীরাক্কেলের নবম আসরের রানারআপ ও দশম আসরের বাংলাদেশ পর্বের প্রাথমিক অডিশনের বিচারক কমর উদ্দিন আরমান।

কমর উদ্দিন আরমান জানান, ''এবার প্রাথমিক অডিশনে বাংলাদেশ থেকে ১২ প্রতিযোগী নির্বাচিত হয়েছিলেন। কলকাতায় গিয়ে পরের ধা'পে টিকে ছিলেন পাঁচ থেকে ছয়জনের মতো, যাদের অংশ নেওয়ার কথা ছিল এবারের আয়োজনে। কিন্তু কলকাতা থেকে দেশে ফেরার পর করোনার কারণে তারা আর অংশ নিতে পারছেন না। তাই এবার কোনো বাংলাদেশি ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে মীরাক্কেল।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে