রবিবার, ০১ নভেম্বর, ২০২০, ০৭:০৬:৫৩

ফ্রান্সের ঘটনায় মাহাথির মোহাম্মদকে নির্বোধ ও রক্ত পিপাসু বললেন কঙ্গনা রানাউত

ফ্রান্সের ঘটনায় মাহাথির মোহাম্মদকে নির্বোধ ও রক্ত পিপাসু বললেন কঙ্গনা রানাউত

বিনোদন ডেস্ক : ফ্রান্সের ঘটনায় মালেয়শিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের করা মন্তব্যের আ'ক্রম'ণা'ত্মক প্রতি'ক্রিয়া দিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। শুধু তাই নয়, প্রতি'ক্রিয়া দেওয়ার সময় ট্যুইটে মালেয়শিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি বলায়, অপর ট্যুইটে তার জন্য ক্ষমাও চাইলেন।

বিগত কয়েকদিন ধ'রে ফ্রান্সে ঘটে চলে ঘটনার জেরে মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বৃহস্পতিবার এক ট্যুইট করেন। ফ্রান্সের এক শিক্ষক মুসলিম পথ প্রদর্শক মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশ করায় তাকে শি'রচ্ছে'দ করা হয়। এই ঘ'টনার সমর্থন করে ট্যুইট করেন মাহাথির।

মাহাথির মোহাম্মদ লেখেন, 'চোখের বদলে চোখ' এই নীতিতে মুসলিমরা বিশ্বাসী নয়। সেই কারণে ফ্রান্সের মানুষদের উপর এখনও কোন প্রতিশো'ধ নেয়নি। উপনিবেশ তৈরির সময় ফ্রান্সের বাসিন্দারা লক্ষ লক্ষ মানুষকে হ'ত্যা করেছিল, যার মধ্যে সিংহ ভাগ ছিল মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তাই বর্তমান সময়ে ফ্রান্সের মানুষদের উপর রাগ প্রদর্শন এবং তাদের হ'ত্যা করার সম্পূর্ণ অধিকার রয়েছে মুসলিম সম্প্রদায়ের।

এই ট্যুইটের পাল্টা জবাব দিয়ে কঙ্গনা রানাউত এক ট্যুইট করে লেখেন, ''এই মানুষটি (মাহাথির মোহাম্মদ) রক্তের পিপাসি বলে মনে হচ্ছে। কি মূর্খতার মত যুক্তি দেখিয়েছেন তিনি। অতীতের ঘ'টনার পরিপ্রেক্ষিতে হিন্দুদের হ'ত্যা অধিকার মুসলিমদের কি করে থাকে? কোন দেশের রাষ্ট্রপতি হয়েও তিনি কি করে এরকম নির্বো'ধের মত উক্তি করেন?''

মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথিরকে আ'ক্র'মণ করতে গিয়ে বলি অভিনেত্রী কঙ্গনা রানাউত ভুল করে তাকে প্রাক্তন প্রধানমন্ত্রী না বলে রাষ্ট্রপতি লিখে ফেলেন। নিজের ভুল বুঝতে পেরে পর মুহূর্তেই অপর একটি ট্যুইট করে কঙ্গনা লেখেন, 'রাষ্ট্রপতি নয় প্রধানমন্ত্রী। দুঃখিত আমার ভুল হওয়ার জন্য। আমার প্রধানমন্ত্রী বলা উচিত ছিল।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে