রবিবার, ১৫ নভেম্বর, ২০২০, ০৪:২৭:৪৩

সৌমিত্রের ব্যবহার ও সাদাসিধে চলন আমাকে মুগ্ধ করেছিল : ববিতা

সৌমিত্রের ব্যবহার ও সাদাসিধে চলন আমাকে মুগ্ধ করেছিল : ববিতা

বিনোদন ডেস্ক : আজ দুপুরেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে মুষড়ে পড়েছেন বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। তিনি বলেন, খবরটি পেয়ে আমি সাংঘাতিক ম'র্মাহ'ত। তিনি বাংলা ছবির অভিভাবক ছিলেন। তার মৃত্যু মেনে নিতে পারছি না। 

অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায়ের পরিচালনায় একটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও ববিতা। ছবির নাম 'অশনি সংকেত'। সৌমিত্রের সঙ্গে বেশ সখ্যতা ছিল ববিতার। তার সঙ্গে অনেক স্মৃতি রয়েছে অভিনেত্রীর। 

ববিতা বলেন, সত্যজিৎ রায়ের 'অশনি সংকেত' সিনেমায় কাজ করতে বীরভূম-শান্তিনিকেতন গিয়েছিলাম। তখন খুব নার্ভাস ছিলাম। বয়সও কম। সেই সময় সৌমিত্র আমাকে যেভাবে সাহস দিয়েছিলেন বলে বোঝানো যাবে না। তার সুন্দর ব্যবহার ও সাদাসিধে চলন বলন আমাকে মুগ্ধ করেছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে