মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০, ০৪:৩৪:২১

আমার ছেলেকে ভারত থেকে বার করে এনেছি: ফের বিস্ফোরক সোনু নিগম

আমার ছেলেকে ভারত থেকে বার করে এনেছি: ফের বিস্ফোরক সোনু নিগম

বিনোদন ডেস্ক : ফের বিস্ফোরক সোনু নিগম। তিনি চান না, বড় হয়ে ছেলে নিভান তার পথ অনুসরণ করে গানের জগতে আসুক। মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমকে সম্প্রতি এ কথা জানিয়েছেন বলিউডের প্রথম সারির গায়ক। সোনুর কথায়, তার পুত্র ভাল গান গাওয়ার পাশাপাশি, গেম খেলতেও পারদর্শী। বর্তমানে সে প্রথম সারির গেমারদের মধ্যে একজন।

সোনু বলেন, ''আমি চাই না আমার সন্তান বড় হয়ে গায়ক হোক। অন্তত ভারতে সে সঙ্গীতকে নিজের পেশা হিসেবে বেছে নিক, এমনটা তো একেবারেই চাই না। যদিও সে দেশ থেকে আমি আমার ছেলেকে বার করে এনেছি। এখন সে দুবাইতে।'' ছেলের প্রশংসায় পঞ্চমুখ সোনু জানান, তার ছেলের খুব গুণী। দুবাইতে প্রথম সারির গেমারদের মধ্যে নিভান একজন। সেখানে 'ফোর্টনাইট' নামের একটি গেমে সে দু'নম্বর স্থানে রয়েছে। তাকে কোনও বিষয়ে জোর করতে চান না গায়ক।

ছেলের ভবিষ্যৎ নিয়ে কথার মাঝেই আলোচনার অভিমুখ ঘুরে যায় সোশ্যাল মিডিয়ায় সোনুর ফ্যান ফলোয়িং এবং ইউটিউবে হিট গানের সংখ্যার দিকে। গায়কের গলা থেকে চুঁইয়ে পড়ে অভিমান, ''আমার গান 'অভি মুঝমে কহিঁ'-কে ভাল ভাবে প্রোমোট পর্যন্ত করা হয়নি। কিন্তু ভগবানকে ফাঁকি দেওয়া যায় না। 'অগ্নিপথ' ছবি থেকে আমার গাওয়া গানটিই সব চেয়ে বেশি জনপ্রিয় হয়। আর কোনও গান এ ভাবে সাড়া ফেলতে পারেনি।'' সোনুর অভিযোগ, এখন ইউটিউবে অরগ্যানিক ভিউয়ের আর কোনও দাম নেই। কেনা ভিউয়ের কদর অনেক বেশি।

এই প্রথম নয়। বলিউডের সঙ্গে এর আগেও প্রকাশ্যে কাজিয়ায় নেমেছেন সোনু। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের 'মাফিয়া'দের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো শেয়ার করে জানিয়েছিলেন, শুধু অভিনয় জগতেই নয়, 'রাজনীতি' চলে সঙ্গীত জগতেও। দুই মিউজিক কোম্পানি এবং দুই অভিনেতার অঙ্গুলিহেলনে কী ভাবে সমগ্র বলিউড মিউজিক ইন্ডাস্ট্রি চালিত হয়, সেই কথা বার বার উঠে এসেছিল সেই ভিডিয়োয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে