বুধবার, ১৮ নভেম্বর, ২০২০, ০৩:৪৮:২৯

ছোটবেলাতে আমি দাদীর সাথে স্কুলের পরীক্ষা শেষ হলেই গ্রামের বাড়ি যেতাম

ছোটবেলাতে আমি দাদীর সাথে স্কুলের পরীক্ষা শেষ হলেই গ্রামের বাড়ি যেতাম

বন্যা মির্জা: ছোটবেলাতে আমি দাদীর সাথে স্কুলের পরীক্ষা শেষ হলেই গ্রামের বাড়ি যেতাম, সেই যাবার পথটা চোখে ভাসে, প্রথমে বাস, বাস থেকে নেমেই ঘোড়ার গাড়ি, কালিগংগা পার করে তারপর বাড়ি। পথের ধারে আলোকলতা বা সোনালুরা ছেয়ে থকতো, সারি সারি পানের বরজ, দুপাশে নুয়ে পড়া গাছেদের সম্ভাষণ।

এভাবেই শৈশব ভাসে, মনে আসে।  যখন বাসে করে যেতাম তখন খুব মামনির জন্য মন খারাপ লাগতো, কেমন যেন কান্না পেতো। দাদি পাশে বসে মুখটা ধরে বলতেন, “ও মনি পরাণ দাপাই”?

কীভাবে যেন তিনি বুঝতেন! আবার বাড়ি পৌঁছালেই একছুট... বিলের ভিতরে... মাছেদের সাথে বা অবাক হয়ে ঢেকির পাড়া দেখা! তখন অনেক কিছু ভুলে যাওয়া যেত... ভুলে থাকা যেত! 
এখন কিছুই আর ভোলা হয় না, কিছুর ফেরত হয় না! দাদীর সেই মুখটা মনে পড়ে, পরাণ দাপাই... কতো কিছুর জন্য পরাণ দাপাই বলাও হয় না!

(ফেসবুক থেকে সংগৃহীত)

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে