বুধবার, ১৮ নভেম্বর, ২০২০, ০৬:০২:২২

সাকিব আল হাসানের পাশে দাঁড়িয়ে যা বললেন কঙ্গনা রানাওয়াত

সাকিব আল হাসানের পাশে দাঁড়িয়ে যা বললেন কঙ্গনা রানাওয়াত

বিনোদন ডেস্ক : কলকাতায় এসে কালীপুজো উদ্বোধন করায় ক্রিকেটার সাকিব আল হাসানকে ফেসবুক লাইভ করে খুনের হুমকি দিয়েছে জনৈক মৌলবাদী। চাপের মুখে নতিস্বীকার করে ক্ষমা চেয়ে নিয়েছেন এই ক্রিকেটার। তিনি একটি ভিডিও বার্তাতে জানান, তিনি যে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন সেটি কোনও ধর্মীয় চেহারা ছিল না। মণ্ডপে নয়, মণ্ডপের পাশে একটি মঞ্চে আয়োজন হয়েছিল সেই অনুষ্ঠানের। 

প্রায় ৪০ মিনিটের অনুষ্ঠান শেষে মণ্ডপের সামনে দিয়ে বেরনোর সময় তাকে মণ্ডপে একটি প্রদীপ প্রজ্জ্বলনের জন্য অনুরোধ করেন পুজোর আয়োজক। সেই অনুরোধ রেখে ২ মিনিটের জন্য মঞ্চে উঠে প্রদীপটি প্রজ্জ্বলন করেন তিনি। সেই ছবি সংবাদমাধ্যমে প্রকাশ করে তিনি কালীপুজোর উদ্বোধন করেছেন বলে। এ কথা জানার পরেও থেমে নেই হুমকি। একের পর এক হুমকি তিনি পেয়েই চলেছেন। এই ঘটনা জানার পর চুপ থাকলেন না বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত। 

এই বিষয়টি নিয়ে ট্যুইট করলেন কঙ্গনা। তিনি লিখেছেন, ''মন্দিরে এত ভয় কেন? কোনও কারণ তো থাকবে ? এমনি এমনি কেউ এত ঘাবড়ে যায় না। আমি তো সারাজীবন মসজিদে থাকলেও রাম নাম কেউ হৃদয় থেকে মুছে দিতে পারবে না। নিজেদের ধর্মে বিশ্বাস নেই, নাকি হিন্দু অতীত তোমাদের মন্দিরের প্রতি আকর্ষিত করছে? প্রশ্ন করো নিজেকে?'' 

কঙ্গনা আরও বলেছেন, ''ওদের কাছে এর জবাব নেই। ওরা আপনার বাড়ি ভেঙে দেবে, জেলে পাঠিয়ে দেবে। আপনার আওয়াজ দমিয়ে রাখতে ডিজিটাল মাধ্যমেও রুদ্ধ করে দেয়। কোনও ডিজিটাল পরিচয় বন্ধ করা ভার্চুয়াল দুনিয়ায় হত্যার মতোই। এর বিরুদ্ধে কঠোর আইন থাকা দরকার।'' কঙ্গনার এই প্রতিবাদ মানুষ প্রশংসায় ভরিয়েছেন। এবং অনেকেই কঙ্গনার সঙ্গে সহমত রেখে একই প্রশ্ন তুলেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে