‘দিলওয়ালে’কে হারিয়ে শীর্ষ তিনে ‘বাজিরাও মাস্তানি’
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে ‘বাজিরাও মাস্তানি’ শীর্ষ তিনে অবস্থান করছে। ‘তানু ওয়েডস মানু রিটার্নস’কে হারিয়ে এ ছবিটি এ অবস্থানে চলে আসছে। ছবিটির মুক্তির ১৬ দিনে আয় দাঁড়িয়েছে ১৫০ কোটি রুপিতে। শুধু তাই নয়, ‘দিলওয়ালে’র মত আলোচিত ছবিকেও এ ছবিটি পিছনে ফেলে দিয়েছে।
শাহরুখ খান ও কাজলের ফেরার সিনেমা ‘দিলওয়ালে’র সঙ্গে একই দিনে মুক্তি পাওয়ায় বক্স-অফিস তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হয় ‘বাজিরাও মাস্তানি’কে। শুরুর দিনগুলোতে অনেকটা পিছিয়ে থাকলেও ধীর 'দিলওয়ালে'কে হারিয়ে দিয়েছে সঞ্জয় লীলা বানসালির 'বাজিরাও মাস্তানি'।
প্রথম সপ্তাহে ‘বাজিরাও মাস্তানি’ আয় করে ৮৬ কোটি ১৫ লাখ রুপি, পরের সপ্তাহে সংগ্রহ করে ৫৫ কোটি ৭০ লাখ। ১৪ দিনে ভারতে মোট ১৪১ কোটি ৮৫ লাখ রুপি আয় করেছে ইতিহাস নির্ভর এই সিনেমাটি।
বিশ্লেষকরা বলছেন, প্রত্যাশা অনুযায়ী ১ জানুয়ারি জমজমাট ব্যবসা করেছে সিনেমাটি। সব মিলিয়ে ১৬ দিন শেষে এখন ‘বাজিরাও মাস্তানি’র হাতে আছে ১৫৫ কোটি রুপি।
এর মাধ্যমে ‘বাজিরাও মাস্তানি’ পরিণত হয়েছে ২০১৫ সাল মুক্তি পাওয়া চতুর্থ সিনেমায়, যা ছাড়িয়েছে ১৫০ কোটির ঘর।
০৪ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �