চমক নিয়ে ফিরছেন শাবনূর
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : অভিনয়ে আবারও নিয়মিত হতে চাইছেন এক সময়কার ঢাকাই সিনেমার শীর্ষে থাকা নায়িকা শাবনূর। এতদিন পারিবারিক ব্যস্ততার কারণে পর্দায় নিয়মিত হতে পারেন নি তিনি। আবার মনের মত গল্প না পাওয়ায় এতদিন ছবি হাতে নেননি ও তিনি। 
এদিকে এ বছর বেশ কিছু চমক দেখাবেন শাবনূর। এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি জানিয়েছেন অনুদানের দুটি ও বাণিজ্যিক ঘরানার দুটি ছবির গল্প এখন তার হাতে। পরিচালকরা এখনও তার বাসায় যাচ্ছেন। উদ্দেশ্য একটাই শাবনূর যেন তাদের ছবিতে কাজ করেন। 
শাবনূর জানান, আমি এখন এমন একটা অবস্থায় এসে পৌঁছেছি, চাইলেই সব ধরনের ছবিতে অভিনয় করতে পারি না। সিনিয়র শিল্পী হিসেবে আমার একটা দায়িত্বও রয়েছে। স্বাধীনতার গল্প নিয়ে একটা অনুদানের ছবি পছন্দ হয়েছে। নতুন পরিচালক। নামটা মনে নেই। তবে গল্পটা ভালো, আমি গল্পের কিছু সংশোধনীও দিয়েছি। এছাড়া আরও তিনটি কাজের কথা চলছে। কিন্তু কবে শুরু করব জানি না। 
শাবনূর বেশ মুটিয়ে গেছেন। এজন্য তিনি নিয়মিত ব্যায়াম করছেন। রাজধানীর সোনারগাঁও হোটেলে সময় করে সপ্তাহে তিনদিন সুইমিংও করছেন এ অভিনেত্রী। 
তিনি বলেন, যেহেতু মুটিয়ে গেছি, তাই একটু ব্যায়ামও করছি। তবে ব্যায়াম নিয়মিত করলেও খাবারটা ছাড়তে পারি না। কারণ, কদিন বাঁচবো! 
০৪ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �