ডিভোর্সের পরও স্বামীর কাছে কঙ্কনা!
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : অভিনেত্রী হিসেবে দর্শক হৃদয়ে জায়গা যার, সেই কঙ্কনা সেনশর্মা এখন ডিভোর্স দেয়া স্বামীর কাছে।  অভিনেত্রী মা অপর্ণা সেনের পথ ধরেই ক্যারিয়ারের সেকেন্ড ইনিংস খেলতে নেমেছেন তিনি। 
তার প্রথম ছবি ‘নয়নতারার নেকলেস’।  এ ছবিতেই সাবেক স্বামী রণবীর শোরেকে কাস্ট করেছেন কঙ্কনা।  এ নিয়েই এখন নতুন জল্পনা বলিউডে।  প্রশ্ন উঠছে ব্যক্তিগত সম্পর্কের তিক্ততা নিয়ে।
এ বিষয়ে সোজাসাপ্টা উত্তর দু’জনের।  তারা জানিয়েছেন, পার্সোনাল রিলেশন যাই হোক না কেন অভিনয় বা পরিচালনায় প্রভাব ফেলবে না। 
ছবিতে একদিকে যেমন রয়েছেন তিলোত্তমা সোম, কাল্কি কোয়েচলিন, গুলশন দেভাইয়ার মতো বলিউডের নতুন প্রজন্ম তেমনই দেখা যাবে ওম পুরী, তনুজার মতো প্রবীণ তারকাদের।
ছবিটিতে তিলোত্তমা একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।  তার কথায়, আমার চরিত্রের নাম বনি।  আমি আর গুলশান এখানে কাপল।  কঙ্কনার চিত্রনাট্য অসাধারণ।  ওর রিহার্সাল আমাকে খুব সাহায্য করেছে।  
৪ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �