প্রিয়াঙ্কা শালা বলায় আটকে গেল ছবি!
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : সেন্সর বোর্ডের কোপে আটকে গেল প্রকাশ ঝার নতুন ছবি 'জয় গঙ্গাজল'।  ছবিটিকে ছাড়পত্র দিতে গিয়ে বোর্ডের নির্দেশে মোট ১১টি কাট করতে হয়েছে।  বিশেষ আপত্তি উঠেছে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মুখের কিছু সংলাপ নিয়ে।
অবাধে ছাড় পেয়ে যায় 'মস্তিজাদে'র ট্রেলার।  সানি লিওন অভিনীত 'এক পহেলি লীলা'র একাধিক অনৈতিক দৃশ্য নিয়েও মাথাব্যথা দেখা দেয়নি পহেলাজ নিহালনির অধীন সেন্সর বোর্ডের। 
কিন্তু মহিলা পুলিশ অফিসারের মুখে কয়েকটি গালিগালাজ শুনে প্রমাদ গুনেছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন।  নির্দেশক প্রকাশ ঝা তার নতুন ছবি 'জয় গঙ্গাজল'-এ পুলিশি কর্মকাণ্ডের নেপথ্য ভাষণ তুলে ধরতে বাস্তবধর্মী দৃশ্যাবলীর অবতারণা করেছেন।  
সেখানে প্রিয়াঙ্কা চোপড়ার মুখে বেশ কয়েকবার 'শালা' এবং 'ঘণ্টা'র মতো শব্দ শোনা গেছে বলে প্রশ্ন তুলেছে সেন্সর বোর্ড।  শেষ পর্যন্ত মোট ১১টি কাটের নির্দেশ জারির পর পাস হয়েছে ছবিটি।
প্রকাশ ঝা'র বক্তব্য, 'শালা এমন এক শব্দ যা আমরা প্রতিদিন ব্যবহার করি। আমার ছবির প্রেক্ষাপট পিছিয়ে পড়া এলাকা।  সেখানে এমন ভাষাই স্বাভাবিক।  আমি কোনো রাষ্ট্র-বিদ্বেষী বা ধর্ম-বিরোধী সংলাপ রাখিনি।'
মজার কথা, ২০০৩ সালে মুক্তি পাওয়া প্রকাশ ঝার ছবি 'গঙ্গাজল' কিন্তু মাত্র একটি শব্দ বাদ দিয়ে সেন্সর বোর্ডের প্রশংসাপত্র পেয়েছিল।  ছবিটি টিভিতে অন্তত ৩০০ বার সম্প্রচারিত হয়েছে।
ঝার দাবি, একটি শব্দ বা শব্দ সমষ্টি কোন প্রেক্ষিতে ব্যবহার করা হচ্ছে তা দেখতে হবে।  যদি কোনো খল চরিত্রের মুখে খারাপ কথা থাকে এবং তার জন্য ছবিতে তার শাস্তি হয় তাহলে আপত্তি তোলা অর্থহীন।
সেন্সর বোর্ডের মহিমা অবশ্য বোঝা দায়।  পরিচালক রাজকুমার হিরানির হিন্দি-তামিল দ্বিভাষিক ছবি 'শালা খড়ুস' বিনা বাধায় বোর্ডের ছাড়পত্র পেয়েছে।
তবে সহজে ছেড়ে দেয়ার পাত্র প্রকাশ ঝা নন।  অপ্রাপ্ত বয়স্করাও যাতে তার নয়া ছবি দেখতে পারে, সে কারণে U/A প্রশংসাপত্র পেতে সেন্সর বোর্ডের নির্দেশের বিরুদ্ধে আদালতে আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।  
তার আশা, এবার এফসিএটির সঙ্গে দরবার করব।  আশা করি, ছবি দেখে তারা সঠিক সিদ্ধান্ত নেবেন।  প্রয়োজনে আদালতেও যাব।  
৪ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �