সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ০৯:০১:৪৯

মাঝরাতে হঠাৎ মিশা সওদাগরের বাড়িতে ওমর সানী

মাঝরাতে হঠাৎ মিশা সওদাগরের বাড়িতে ওমর সানী

বিনোদন ডেস্ক: ‘কুখ্যাত খুনি, ‘লাল চোখ’, টপ টেরর, দানব, ‘হিংস্র মানব’ কোনটাতে অভিনয় করেন নি তিনি। বলছি বর্তমান সময়ের নাম্বার ওয়ান খলনায়ক মিশা সওদাগারের কথা। পর্দার সামনে তিনি বরাবরই খারাপ মানুষ। দীর্ঘ তিরিশ বছরের চলচ্চিত্র জীবনে আটশ’রও বেশি সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছেন তিনি। ঢাকাইয়া চলচ্চিত্রের স্বনামধ্য এই খল নায়কের সঙ্গে দীর্ঘ দিনের বন্ধত্ব জনপ্রিয় নায়ক ওমর সানির। রোববার ওমর সানি মূলত সে কারণেই প্রিয় বন্ধুর ৫০তম জন্মদিনে সারপ্রাইজ দিতে মাঝরাতে রাতে মিশার উত্তরার বাসায় হাজির হন। ওমর সানীর সঙ্গে ছিলেন তরুণ নির্মাতা তোহা মোরশেদ। প্রিয় বন্ধুকে রাত ১১টা ৪৫ মিনিটে ফুল দিয়ে মিশাকে শুভেচ্ছা জানান ওমর সানি। এবং কিছু সময় আড্ডাও দেন তারা। বন্ধুর জন্মদিন নিয়ে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওমর সানী লিখেছেন, আজ ৪ জানুয়ারি, আমার প্রচারবিমুখ বন্ধু মিশার জন্মদিন। এই মুহূর্তে ওর সাথে। আমার তো মনে আছে, আপনাদের মনে আছে? মিশার জন্য দোয়া করবেন। ১৯৬৬ সালের ৪ জানুয়ারি মিশা সওদাগর ঢাকায় জন্মগ্রহণ করেন। পুরো নাম শাহীন হাসান মিশা। আশির দশকে ‘এফডিসি’র নতুন মুখ সন্ধান’-এর মাধ্যমে নায়ক হওয়ার জন্য অডিশন দেন। এরপর ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমায় প্রথম অভিনয় করেন। এ পর্যন্ত আট শতাধিকেরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। গেলো বছরে মিশা অভিনীত ‘ছুঁয়ে দিলে মন’, ‘লাভ ম্যারেজ’, ‘ভালোবাসার গল্প’, ‘ব্ল্যাকমেইল’, ‘ব্ল্যাকমানি’, ‘ওয়ার্নিং’ মুক্তি পেয়েছে। ৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে