বলিউডকে ছাপিয়ে যেতে পারে দক্ষিণে সিনেমা
বিনোদন ডেস্ক : আগামী অর্থবর্ষের মধ্যে হিন্দি ছবির আয় ১৯ হাজার ৩০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। বক্স অফিস কালেকশনের দিক দিয়ে বলিউডকে পিছনে ফেলে দিতে পারে তামিল এবং তেলুগু ভাষার সিনেমা। এখনই বক্স অফিস থেকে পাওয়া অর্থের ৪৩ শতাংশই আসে তামিল এবং তেলুগু সিনেমা থেকে।
ভারতের বণিকসভা অ্যাসোচেম এবং পরামর্শদাতা সংস্থা ডেলয়েটের যৌথভাবে করা সমীক্ষায় উঠে এসেছে এমন তথ্য। বলিউডের বর্তমান আয়ের পরিমাণ ১৫ হাজার ৫০০ কোটি টাকা। তবে বিদেশে বলিউড সিনেমার জনপ্রিয়তা বাড়ছে। সিনেমার প্রযুক্তিগত মানও আগের থেকে ভাল হয়েছে। ভারতে বাড়ছে মাল্টিপ্লেক্সের সংখ্যা। যার নিট ফল বলিউডের আয় বৃদ্ধির সম্ভাবনা। তবে এখনও লাভের জন্য বক্স অফিস কালেকশনের দিকেই তাকিয়ে থাকতে হয়।
ডিজিটাল মাধ্যম থেকে আয়ের সুযোগ খুব বেশি নিতে পারেনি বলিউড। সিনেমা থেকে আয়ের ৭৪ শতাংশই বক্স অফিস কালেকশন। পাইরেসির কারণে প্রতিবছর ১০ শতাংশ মতো আয় কমে যাচ্ছে। আঞ্চলিক ভাষায় সিনেমার উজ্জ্বল ভবিষ্যতের কথা উঠে এসেছে সমীক্ষায়। এখনও আঞ্চলিক ভাষায় সিনেমা সমান জনপ্রিয়। জাতীয় স্তরের প্রযোজকরাও তাই তাঁদের বাজেটের ২০ শতাংশ বিনিয়োগ করে থাকেন ভারতের আঞ্চলিক ভাষার সিনেমায়।
৫ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি