শাহরুখের লাকি চার্ম দীপিকার জন্মদিন আজ
বিনোদন ডেস্ক : দীপিকা পাডুকোন কখনও শান্তিপ্রিয়া, কখনও মীনাম্মা আবার কখনও রাফ-এন-টাফ মাস্তানি। ব্যক্তিগত সম্পর্ক বা অভিনয়ের সমালোচনা সবকিছুই যেন ফিকে হয়ে যায় তার নিজস্বতার কাছে। একের পর এক সুপারহিট ছবি। একশো কোটির ক্লাবের বেতাজ বেগম তিনি।
আজ এই বেগম পা দিলেন ৩০ বছরে। শুভ জন্মদিন দীপিকা পাডুকোন।
বলিউডে তার যাত্রা শুরু হয়েছিল ‘ওম শান্তি ওম’ দিয়ে। ২০০৭-এ মুক্তি পায় এই ছবিটি। রিলিজের কয়েকদিনের মধ্যেই একশো কোটির ক্লাবে জায়গা করে নেয় ছবিটি। দীপিকা বিন্তু তার কেরিয়ারের শুরুটা শক্ত ভিতের উপর দাঁড়িয়েই করেছিলেন।খোদ বলিউড বাদশা শাহরুখ খান যে দায়িত্ব নিয়ে লঞ্চ করেছিলেন তাকে।
এরপর বলিউড নবাব সাইফ আলি খান এবং জন আব্রাহামের সঙ্গে মুক্তি পায় ‘রেস ২’। বলা বাহুল্য, প্রথম ভাগের থেকে অনেক বেশি সাফল্য নিয়ে আসে দ্বিতীয় ভাগটি। রিলিজের ১৪ দিনের মধ্যে ‘রেস ২’ ঢুকে যায় ১০০ কোটির ক্লাবে।
এছাড়াও কেরিয়ারের শুরুতেই রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। ব্রেক-আপের পরেও একসঙ্গে কাজ করা বন্ধ করেননি তারা। দু’জন প্রাক্তনের অনস্ত্রিন কেমিস্ট্রিতে আরও একবার একশো কোটির ক্লাবে ঢুকে পড়েন দীপিকা পাডুকোন। ছবির নাম ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’। ছবির সঙ্গে আশাতীত হিট ছবির গানও।
অন্যদিকে ২০১৩-তেই আরও একবার হিট ছবি উপহার দিয়েছিলেন দীপিকা। শাহরুখ-দীপিকার জুটিতে একশো কোটি ক্লাব পেরিয়ে যায় রোহিত শেট্টির ‘চেন্নাই এক্সপ্রেস’। ‘রেস ২’ বা ‘ইয়ে জওয়ানি...’-র মতো মাল্টিস্টারার না-হয়েই হিরো-হিরোইনের নিজস্ব ক্যারিশমাতে সুপার-ডুপার হিট হয় এ ছবি। প্রশংসিত হয় দীপিকার অভিনয়ও।
তাই তো অনেকেই বলেছিলেন, ২০১৩ সালটা বোধহয় দীপিকার জন্যই এসেছিল। ওই বছরই তৃতীয় হিট দিলেন দীপিকা। সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় ‘রামলীলা’ শুধু একশো কোটির দলে নাম লেখাল না, বছরের অন্যতম সেরা ছবির তকমাও পেল। ছবির প্রতিটি ফ্রেমে রণবীর-দীপিকার অসাধারণ রসায়ন।
বলিউড দুনিয়ায় কান পাতলেই একটা ঠাট্টা শোনা যায় আজকাল। দীপিকা নাকি বলিউড বাদশা শাহরুখ খানের লাকি চার্ম, না-হলে ‘হ্যাপি নিউ ইয়ার’র মতো ছবিও হাসতে হাসতে একশো কোটির রাস্তা পেরিয়ে যায়! পরিসংখ্যান বলছে, মাল্টিস্টারার এই ছবি ২০১৪-র অন্যতম বাণিজ্যিক হিট ছবি।
এছাড়া ২০১৫-র শেষলগ্নে এসে মুক্তি পায় ‘বাজিরাও মাস্তানি’। ছবি নিয়ে বিপুল প্রত্যাশায় গোটা ইউনিট। ছবিতে দীপিকার লুক এবং অভিনয় দুই’ই উচ্চ-প্রশংসিত। এখনও রমরমিয়ে ছুটে চলেছে ‘বাজিরাও মাস্তানি’। তবে, দীপিকা-রণবীরের অসাধারণ রসায়ন এবং প্রিয়াঙ্কা চোপড়ার বলিষ্ঠ অভিনয়ের উপর ভর দিয়ে যে কোনও মুহূর্তে একশো কোটির ক্লাবে ঢুকে পড়তেই পারে এ ছবি।
০৫ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�