০১:৫৭:০৩ সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
বিনোদন ডেস্ক : স্বামী বিবেকানন্দ'র জন্মদিনে তাকে নিয়ে টুইট করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা। মঙ্গলবার (১২ জানুয়ারি) স্বামী বিবেকান্দের জন্মদিন। তার জন্মদিনটি ভারতবর্ষে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। আর বিশেষ এই দিনে পোস্টের মাধ্যমে কঙ্গনা জানান, জীবনে যখন শুধু হতাশা, তখন বিবেকানন্দের আদর্শ তাকে পথ চলার মন্ত্রণা জুগিয়েছে।
স্বামী বিবেকানন্দের ছবি পোস্ট করে কঙ্গনা টুইটারে লেখেন, ''যখন আমি হারিয়ে গিয়েছিলাম, আপনি আমায় পথ দেখালেন। যখন আমার কোথাও যাওয়ার ছিল না, আপনি আমার হাত ধরেছিলেন। যখন আমি হতাশ হয়েছি, কোনও আশা রাখিনি, তখন আপনি আমায় জীবনের নতুন স্বপ্ন দেখিয়েছেন। আপনার থেকে আমার কাছে কোনও কিছু বড় নয়। আপনি আমার সমস্ত কিছুর উৎস।''