শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১, ০৭:১৩:২৪

মানুষের পাশে থাকতে বিজেপিতে যোগ দিলেন অভিনেতা কৌশিক রায়

মানুষের পাশে থাকতে বিজেপিতে যোগ দিলেন অভিনেতা কৌশিক রায়

বিনোদন ডেস্ক : নতুন অধ্যায় শুরু করলেন অভিনেতা কৌশিক রায়। তাকে এই মুহূর্তে বাংলার সিংহভাগ দর্শক 'খড়কুটো' ধারাবাহিকের সৌজন্য হিসেবে চেনেন। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন তিনি। বিজেপির রাজ্য অফিসে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলের পক্ষ থেকে পতাকা তুলে দেন কৌশিকের হাতে। 

সেখানে উপস্থিত ছিলেন সৌমিত্র খাঁসহ বিজেপির অন্যান্য উল্লেখযোগ্য নেতৃত্বরা। কৌশিক জানালেন, আগাগোড়াই রাজনীতিতে আসার আকাঙ্ক্ষা ছিল তার মনে। বিভিন্ন দিক থেকে ডাকও পাচ্ছিলেন এই মুহূর্তে জনপ্রিয়তার শীর্ষে থাকা অভিনেতা। কিন্তু এতদিন মনস্থির করে উঠতে পারছিলেন না তিনি। এ বার মানুষের এতো ভালবাসার বিনিময়ে তাদের জন্য কাজ করার ইচ্ছেকে সম্বল করেই রাজনীতির আঙিনায় পা রাখলেন কৌশিক। এ বার মানুষের থাকতে তাই বিজেপিকে বেছে নিলেন অভিনেতা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে