মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০১৬, ১১:২৭:১৮

মমতার ডাকে কলকাতায় গুলাম আলি

মমতার ডাকে কলকাতায় গুলাম আলি

বিনোদন ডেস্ক : কলকাতায় আসছেন পাকিস্তানি সঙ্গীতশিল্পী গুলাম আলি। আগামী ১২ জানুয়ারি পার্ক সার্কাস ময়দানে অনুষ্ঠান করবেন তিনি। ট্যুইট করে আজ একথা জানিয়েছেন ডেরেক ও’ব্রায়েন। তিনি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে কলকাতায় আসছেন গুলাম আলি। তৃণমূল সাংসদ লিখেছেন, ১৯৬০ সালের দিকে পার্ক সার্কাস ময়দানে সুরে সুরে শান্তির বার্তা দিয়েছিলেন পিট সিগার। সেই বার্তাই এগিয়ে নিয়ে যাবেন গুলাম আলি ও তার ছেলে। এরআগে মুম্বাইয়ে অনুষ্ঠান করার কথা ছিল এই পাকিস্তানি গজল গায়কের। শিবসেনার হুমকিতে মুম্বাইয়ে গুলাম আলির অনুষ্ঠান বাতিল করা হয়। এই ঘটনায় দেশজুড়ে কড়া সমালোচনার মুখে পড়ে শিবসেনা। বলিউড জুড়ে এই ঘটনায় বিতর্কের ঝড় ওঠে। সেইসময় নিজের সহকর্মীদের সম্পূর্ণ বিপরীতে গিয়ে জনপ্রিয় গায়ক অভিজিত্ শিবসেনার এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, পাকিস্তানের এই সমস্ত শিল্পীদের বাস্তবে কোনও প্রতিভা নেই। শুধুমাত্র টাকার জন্য এঁরা বলিউডে আসেন। গুলাম আলির নাম উল্লেখ করে বলেন, এঁদের মতো শিল্পীদের কতবার দেশ থেকে তাড়ানো হয়েছে। অথচ নির্লজ্জভাবে বারংবার এঁরা এখানে ফিরে এসেছেন। এঁদের কোনও আত্মসম্মান নেই। শুধু সন্ত্রাস করতেই জানেন এঁরা। যদিও শিবসেনার এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। এই বিতর্কের মাঝে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল গুলাম আলিকে দিল্লিতে অনুষ্ঠান করার জন্যে আমন্ত্রণ জানান। দিল্লি সরকারের পক্ষ থেকে দাবি করা হয় সংস্কৃতির কোনও সীমা হয় না, কোনও গণ্ডি থাকে না। সেইসময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গজল গায়ককে কলকাতায় অনুষ্ঠান করার জন্যে আমন্ত্রণ জানান। তবে সেইসময় সঙ্গীতশিল্পীর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, এখন ভারতে অনুষ্ঠান করার মতো পরিস্থিতি নেই। তাই তিনি ভারতে এখন কোনও অনুষ্ঠান করবেন না। ৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে