রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২১, ০২:০৭:২৪

শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে

 শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে

বিনোদন ডেস্ক :  ঢাকাই সিনেমার জনপ্রিয় পরিচালক মনোয়ার খোকন। তিনি ‘স্বামী কেন আসামী’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমা তৈরি করেছেন। আজ ৭ ফেব্রুয়ারি সকাল ৬টার দিকে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

তার মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম রানা।
তিনি জানান, দীর্ঘদিন ধরেই কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন মনোয়ার খোকন।

এ চলচ্চিত্র পরিচালকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে। শোক জানিয়েছে চলচ্চিত্র পরিচালক সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো। ৯০ দশকে সিনেমার রমরমা দিনে চলচ্চিত্র পরিচালনায় এসে সাফল্য পান মনোয়ার খোকন।

তার হাত ধরে ঢালিউড উপহার পেয়েছে বহু ব্যবসা সফল সিনেমা। তার নির্মাণে প্রাধান্য পেয়েছে বাঙালি নারীর ক্ষমতায়ন, পারিবারিক মূল্যবোধ, সাংসারিক দুঃখ-ভালোবাসা।

তিনি ‘সংসারের সুখ দুঃখ,’ ‘মেয়েরাও মানুষ’, ‘লক্ষ্মীর সংসার’, ‘ঘাত প্রতিঘাত’, ‘একটি সংসারের গল্প’, ‘স্বপ্নের পুরুষ’, ‘কসম বাংলার মাটি’, ‘মায়ের হাতের বালা’, ‘জিদ্দি’, ‘বাংলাভাই’ ‘পাওয়ার’ ইত্যাদি সিনেমা নির্মাণ করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে