টাবুর মেয়ে ক্যাটরিনা!
বিনোদন ডেস্ক : একজন টাবু, অন্যজন ক্যাটরিনা কাইফ। এই দু’জনই বলিউডের দুই প্রজন্মের অভিনেত্রী। তাদের বয়সের পার্থক্যও বেশি নয়। মাত্র ১২ বছর। তারপরও ক্যাটরিনা মা কিন্তু টাবুই! অবাক লাগছে? ভাবছেন কি করে সম্ভব?
সবই সম্ভব। সিনেমার পর্দাতে অসম্ভব বলে কি কিছু আছে? এখানে ২০ বছরের যুবককেও ৬০ বছরের বৃদ্ধ বানিয়ে ফেলা যায়। আবার ৬০ বছরের বৃদ্ধ হয়ে যান ২০ বছরের যুবকও। ঠিক তেমনি ভাবেই টাবুও হয়ে গেলেন ক্যাটরিনা কাইফের মা।
তাদের মা-মেয়ের চরিত্রে দেখা যাবে নতুন চলচ্চিত্র ‘ফিতুর’-এ। ছবিটি সম্পূর্ণ ক্ল্যাসিক ঘরাণার। এমন ছবিতে অভিনয় করাটা টাবুর জন্য নতুন নয়। তবে বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন ক্যাটরিনা কাইফ।
ক্ল্যাসিক ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে এ ছবিটি।
তবে ক্যাটের জন্য বড় চ্যালেঞ্জ ছিল ‘বন্ধু’ টাবুকে ‘মায়ের’ ভূমিকায় মেনে নেওয়া। এই অভিনেত্রী বললেন, ‘এই ছবিতে টাবুকে আমার মা ভাবাটাই ছিল সবচেয়ে কঠিন। কোনো দিক দিয়েই তাকে আমার মায়ের মতো লাগে না। উনি তো বন্ধুর মতো।’
ক্যাটরিনা তার ক্যারিয়ারে যে পথে হেঁটেছেন, টাবু হেঁটেছেন ঠিক তার বিপরীত পথে। ব্যবসায়িক সাফল্যের চেয়ে টাবুর কাছে ব্যতিক্রমধর্মী সিনেমা সব সময়ই গুরুত্ব পেয়েছে। ক্যাটরিনাও মুগ্ধ টাবুর সঙ্গে কাজ করতে গিয়ে। ক্যাটের মতে, ‘উনি বিস্ময়কর অভিনেত্রী। যতবারই তার সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াবেন, আপনাকে মাথায় রাখতেই হবে, তার অভিনয় দেখে মুগ্ধ হয়ে নিজের কাজটা ভুলে গেলে চলবে না। আপনাকেও তো অভিনয় করতে হবে, নাকি!’
০৬ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�