শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১, ০২:৫৬:১৯

যে কারণে এফডিসি ও শহীদ মিনারে নেওয়া হলো না এটিএমের মরদেহ

যে কারণে এফডিসি ও শহীদ মিনারে নেওয়া হলো না এটিএমের মরদেহ

বিনোদন ডেস্ক : কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান আজ (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রাজধানীর সূত্রাপুরে নিজ বাসায় ইন্তেকাল করেছেন। তিনি একাধারে ছিলেন অভিনেতা, লেখক, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক।

প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা এ অভিনেতার মরদেহ তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) নেয়া হয়নি। শত শত সহকর্মী এখানে অপেক্ষায় ছিলেন তাকে শেষ বিদায় জানাবেন বলে। কিন্তু এখানে আনা হয়নি তার মরহেদ।

কেন্দ্রীয় শহীদ মিনারেও সর্ব সাধারণের শেষ শ্রদ্ধার জন্য নেয়া হয়নি এটিএমের মরদেহ। এ অভিনেতার মেয়ে কোয়েল জানিয়েছেন সেই কারণ। তিনি বলেন, ‘জীবদ্দশায় আব্বা নিজেই নিষেধ করে গেছেন তার মৃত্যুর পর মরদেহ নিয়ে কোথাও না যেতে। তার দাফন কাজ যেন দ্রুত শেষ করা হয়। শহীদ মিনার বা এফডিসিতে নিতেও নিষেধ করেছেন।

তিনি নিজে তার জানাজা কে পড়াবেন, কোথায় দাফন করা হবে তাকে সব ঠিক করে গেছেন। আমরা তার আদেশ অনুযায়ীই সব করছি। সেজন্য তার জানাজা একটিই হবে। এমনটাই তার ইচ্ছে ছিলো।’

সূত্রাপুর জামে মসজিদে বাদ জোহর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। ভক্ত-অনুরাগীদের জন্য স্থানীয় কমিউনিটি সেন্টারে মরদেহ রাখা হবে। বাদ আসর তার দাফন সম্পন্ন হবে জুরাইন কবরস্থানে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে