শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১, ০৬:৩৯:৫৩

বাংলার মেয়েরা স্কুটি চালাতে পারে : মমতাকে খোঁচা পায়েলের

বাংলার মেয়েরা স্কুটি চালাতে পারে : মমতাকে খোঁচা পায়েলের

বিনোদন ডেস্ক : পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার ই-স্কুটিতে চেপে অভিনব প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ফিরহাদ হাকিমের স্কুটিতে চড়ে বৃহস্পতিবার প্রথম দফার প্রতিবাদ করেন মমতা ব্যানার্জী। বিকেলে নবান্ন থেকে বাড়ি ফেরার পথে ইলেক্ট্রিক স্কুটি চালিয়ে ফের প্রতিবাদে সরব হন মুখ্যমন্ত্রী। 

পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মমতা ব্যানার্জীর স্কুটি চালানোর ছবি নিয়ে যখন সরগরম সংবাদমাধ্যম, সেই সময় পালটা ছবি শেয়ার করলেন অভিনেত্রী পায়েল সরকার। নিজের স্কুটি চালানোর ছবি প্রকাশ করে, 'বাংলার মেয়েরা স্কুটি চালাতে পারে' বলে সেখানে ক্যাপশন জুড়ে দেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া পায়েল। 

সেই সঙ্গে 'আত্মনির্ভর ভারত' বলেও ওই ছবির সঙ্গে ট্যাগ জুড়ে দেন পায়েল। পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মমতা ব্যানার্জী ছবি দেখিয়ে তৃণমূল কংগ্রেস যখন 'বাংলার এনার্জি মমতা ব্যানার্জী' স্লোগান দিয়ে জোর প্রচার শুরু করেন, তার পালটা হিসেবেই পায়েল সরকার ওই ছবি প্রকাশ করেন বলে মনে করছেন অনেকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে