শনিবার, ০৬ মার্চ, ২০২১, ০৯:০৩:৪৪

মমতা ব্যানার্জীর সমর্থনে সুর চড়ালেন অভিনেতা আবীরের স্ত্রী

মমতা ব্যানার্জীর সমর্থনে সুর চড়ালেন অভিনেতা আবীরের স্ত্রী

বিনোদন ডেস্ক : শুক্রবার বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মমতা ব্যানার্জী। ২৯৪টির মধ্যে ২৯১ আসনে প্রার্থীর নাম প্রকাশ করা হয়। প্রার্থী তালিকা ঘোষণার সময় মমতা ব্যানার্জী জানিয়ে দেন, এবার তিনি নন্দীগ্রাম থেকে লড়াই করবেন (প্রসঙ্গত নন্দীগ্রামের পাশাপাশি তৃণমূল নেত্রী টালিগঞ্জ থেকেও লড়তে পারেন বলে ইঙ্গিত দেন)।

সেই অনুযায়ী, ভবানীপুর থেকে মমতা ব্যানার্জী পরিবর্তে লড়াইয়ের ময়দানে নামবেন শোভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস নেত্রীর বিপরীতে নন্দীগ্রামে লড়াই করতে পারেন বিজেপির শুভেন্দু অধিকারী। গেরুয়া শিবিরের প্রার্থী তালিকা ঘোষণা করার পর দেখা যায় নন্দীগ্রামে বিজেপির হয়ে শুভেন্দুর রাখা হয়েছে। ফলে শুক্রবার মমতা যখন জানান, তিনি নন্দীগ্রাম থেকে লড়াই করবেন, তখন আরও একদফা রাজনৈতিক চর্চা শুরু হয়ে যায় জোর কদমে।

গত লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী যেভাবে কংগ্রেসের টিকিটে আমেঠি এবং ওয়েনাড় থেকে লড়াই করেন, ঠিক তেমনিভাবে মমতাও এবার ভবানীপুরের পরিবর্তে নন্দীগ্রাম আসনে লড়বেন। টুইটারে এক ব্যক্তির এমনই একটি মন্তব্যের বিধোরিতা করেন আবীর চট্টোপাধ্যায়ের স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়। মমতার বিপরীতে শুভেন্দু অধিকারী লড়াই করে জিততে পারবেন বলে অনেকে মনে করছেন। 

যারা এই ধরনের ভাবনা নিয়ে চলছেন, তাদের নিয়ে কটাক্ষ করেন নন্দিনী। মমতা ব্যানার্জীর সঙ্গে শুভেন্দু অধিকারীর তুলনাটা ভীষণ বোকা বলেও মন্তব্য করেন অভিনেতার স্ত্রী। শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা ব্যানার্জীর কোনও তুলনা চলে না বলেও স্পষ্ট জানান নন্দিনী। এদিকে শুক্রবার তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বামেদের প্রথম দু'দফার প্রার্থী ঘোষণা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে