রবিবার, ০৭ মার্চ, ২০২১, ০৪:২৯:০৫

দিল্লি গিয়ে মা-বাবার কবরে সময় কাটালেন শাহরুখ খান

দিল্লি গিয়ে মা-বাবার কবরে সময় কাটালেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের জন্মের শহর দিল্লি। বেড়ে ওঠার শহর। প্রথম সব কিছুর শহর। ব্যস্ত রুটিন থেকে সময় বার করে 'কিং' ফিরে গিয়েছিলেন সেই শহরে। তার মা-বাবার কবরে মোনাজাত করেছেন অভিনেতা। অভিনেতার এই ব্যক্তিগত মুহূর্ত ধরা পড়ল পাপারাৎজিদের ক্যামেরায়। সাদা শার্ট, কালো প্যান্টে দেখা গেল অভিনেতাকে। রুমাল দিয়ে মাথা ঢেকেছিলেন তিনি।

নানা সাক্ষাৎকারে মা-বাবাকে নিয়ে কথা বলতে শোনা গিয়েছে শাহরুখকে। অভিনেতার বাবা তাজ মোহাম্মদ খান পেশোয়ার থেকে ভারতে এসেছিলেন। শাহরুখের বয়স যখন ১৫ বছর, ক্যানসারে বাবাকে হারান তিনি। দীর্ঘ অসুস্থতার পর ১৯৯০ সালে অভিনেতার মাও চলে যান। আকস্মিকভাবে মা-বাবার চলে যাওয়া সে সময় মেনে নিতে পারেননি শাহরুখ। 

জীবনে যে শূন্যতা সৃষ্টি হয়েছিল, অভিনয়ের মাধ্যমে তা পূরণ করতে চেয়েছিলেন অভিনেতা। তখনই বড় পর্দায় অভিনয়ের সুযোগ আসে তার কাছে। তাই অভিনয়কে শাহরুখ নিছক অভিনয় হিসেবে দেখেন না। এই পেশা তার অনুভূতি প্রকাশ করার মাধ্যমও বটে। ডেভিড লেটারম্যানের টক শো-তে শাহরুখ জানিয়েছিলেন, মা-বাবার সঙ্গে যথেষ্ট সময় না কাটানোর আফসোস রয়ে গিয়েছে তার মনে।

নিজের সন্তানদের সঙ্গে তাই যতটা বেশি সম্ভব সময় কাটান অভিনেতা। শাহরুখের পুত্র আরিয়ান খান এবং কন্যা সুহানা খান পড়াশোনার সুবাদে বিদেশে থাকেন। সময় বার করে তাদের সঙ্গেও মাঝেমধ্যেই দেখা করেন অভিনেতা। ছোট ছেলের আবরামের সঙ্গেও নানা সময় খুনসুটিতে মেতে উঠতে দেখা যায় তাকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে