রবিবার, ০৭ মার্চ, ২০২১, ০৪:৫১:২৯

নরেন্দ্র মোদির সঙ্গে একই মঞ্চে থাকা জীবনের স্বপ্নের দিন : মিঠুন চক্রবর্তী

নরেন্দ্র মোদির সঙ্গে একই মঞ্চে থাকা জীবনের স্বপ্নের দিন : মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক : শনিবার পর্যন্ত ছিলেন 'গ্রিনরুম' এ। রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড মঞ্চে ধুতি-পাঞ্জাবিতে 'বাঙালিবাবু' হয়েই আবির্ভূত হলেন মিঠুন চক্রবর্তী। মোদির সঙ্গে একই মঞ্চ ভাগ করে নেওয়াকে 'জীবনের স্বপ্নের দিন' হিসাবে ব্যাখ্যা করেছেন মিঠুন। সেইসঙ্গে ওই মঞ্চ থেকেই নিজের ছায়াছবির নাটকীয় সংলাপকে বিজেপির নতুন স্লোগান হিসাবেও তুলে ধরেছেন তিনি।

মিঠুন বলেন, ''আমি জলঢোড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি।' মিঠুন যখন বক্তৃতা করছেন তখনও মঞ্চে উপস্থিত হননি মোদি। পরে প্রধানমন্ত্রী বলেন, ''আজ এখানে বাংলার ছেলে মিঠুন চক্রবর্তী আছেন। ওনার জীবনকাহিনি, সংঘর্ষ এবং সাফল্য চমকপ্রদ।'' ব্রিগেডের মঞ্চে মিঠুনের ভাষণের আগাগোড়া ছিল নাটকীয়। তাকে দেখে চিৎকার করতে শুরু করেন উচ্ছ্বসিত বিজেপি কর্মী-সমর্থক।

তা শুনে মিঠুন বলেন, ''থোড়া খামোশ হো যাও, বোলনে তো দে।'' অর্থাৎ, একটু চুপ করুন, আমাকে বলতে দিন। মিঠুনের বার্তায় শ্রোতারা চুপ করে যান। এরপর নিজের উত্থানের ইতিহাস টেনে এনে আবেগে ঘা দেওয়ার চেষ্টা করেন তিনি। বলেন, ''আজকের দিনটা আমার কাছে স্বপ্নের মতো। আমি আসছি, এমন একটা জায়গা থেকে যার দু'দিকটাই অন্ধ। আমি যেখানে থাকতাম, সেই জায়গার ঠিকানা লিখতে হতো, জোড়াবাগান থানার পিছনে। কিন্তু সে দিন স্বপ্ন দেখেছিলাম, আমি জীবনে কিছু করব। কিন্তু এই স্বপ্নটা দেখিনি যে, এই মঞ্চে, যেখানে দেশের বড়বড় নেতা রয়েছেন, যেখানে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী আসছেন, সেখানে আমি উপস্থিত থাকব। এটা স্বপ্ন নয়তো কী?''

রাজনীতিতে প্রত্যাবর্তনের ব্যাখ্যা দিতে গিয়ে মিঠুন বলেন, ''আর একটা স্বপ্ন আমি দেখেছিলাম যে, আমি গরিবদের জন্য কিছু করব। আজ মনে হচ্ছে, কোথাও যেন সেই স্বপ্নটা দেখতে পাচ্ছি। এটা হবেই। কারণ স্বপ্ন শুধু দেখার জন্য নয়। তা সফল হওয়ার জন্যই আসে। কেউ যদি হৃদয় দিয়ে দেখতে স্বপ্ন সফল হবেই।'' নিজেকে 'গর্বিত বাঙালি' হিসাবে তুলে ধরে তাঁর মন্তব্য, ''দেশবন্ধু চিত্তররঞ্জন, রানি রাসমণি আসলে বাঙালি। যারা মানুষের হক কেড়ে নেওয়ার চেষ্টা করবে, সেখানে আমাদের মতো কিছু লোক বাধা হয়ে দাঁড়িয়ে যাবে।''

মিঠুনকে কাছে পেয়ে তার ছবির বিখ্যাত সংলাপ শুনতে চান অনেকেই। তা বুঝতে পেরে তিনি বলেন, ''মারব এখানে লাশ পড়বে শ্মশানে, এই ডায়লগটা চলবে। কিন্তু আমার প্রচার শুরু করার আগে, একটা জিনিস মাথায় রাখবেন। সকলের ভাষণ এক জায়গায় করলে যা দাঁড়ায় তা হল, ''আমি জলঢোড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো। এক ছোবলে ছবি।' এ বার এটাই হবে।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে