রবিবার, ০৭ মার্চ, ২০২১, ০৭:৫৫:১২

আজ রাত ১০টার পর জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’

আজ রাত ১০টার পর জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’

আজ রোববার রাত ১০টার ইংরেজি সংবাদের পর দেখানো হবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। পটুয়াখালীর কুয়াকাটায় ইত্যাদির এ পর্ব ধারণ করা হয়েছে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে। পেছনে সমুদ্র আর দুই পাশে অর্ধশতাধিক মাছ ধরার নৌকায় সজ্জিত মঞ্চে দর্শকদের উপস্থিতিতে পর্বটি ধারণ করা হয়। 

ইত্যাদির এই পর্বে রয়েছে বেশ কয়েকটি সামাজিক, শিক্ষামূলক ও অনুসন্ধানী প্রতিবেদন। পটুয়াখালী ও কুয়াকাটার আকর্ষণীয় স্থানগুলোর ওপর তথ্যভিত্তিক প্রতিবেদনসহ, সদর উপজেলার নন্দীপাড়ার আবদুর রাজ্জাক বিশ্বাসের সাপের খামারের ওপর রয়েছে একটি প্রতিবেদন। ১৯৯৫ সালের ২৯ সেপ্টেম্বর প্রচারিত ইত্যাদিতে পটুয়াখালী জেলার বাউফলের ধুলিয়া গ্রামের মোতালেবের বর্তমান গ্রাম উন্নয়ন কর্মকাণ্ড এবং সিরাজগঞ্জ ও যশোর জেলার দুটি গ্রামে কৃত্রিম ও প্রাকৃতিক উপায়ে মধু আহরণের ওপর রয়েছে দুটি ব্যতিক্রমী প্রতিবেদন। সবশেষে রয়েছে কুয়াকাটার নবীনপুর গ্রামের সাগরবন্ধু মান্নান মাঝির নিঃস্বার্থ মানবিক কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন।  

বিদেশ পর্বে রয়েছে দক্ষিণ আফ্রিকার বিধানিক রাজধানী কেপটাউনে অবস্থিত পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্য টেবিল মাউন্টেনের ওপর একটি বিশেষ প্রতিবেদন। অনুষ্ঠানে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন রবীন্দ্রসংগীতশিল্পী পটুয়াখালীর কৃতী সন্তান রেজওয়ানা চৌধুরী বন্যা। এ ছাড়া বিভিন্ন জেলাকে নিয়ে গান পরিবেশনের ধারাবাহিকতায় এবারে পটুয়াখালীকে নিয়ে লেখা একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন পটুয়াখালীর স্থানীয় নৃত্যশিল্পীরা।

এ ছাড়া নিয়মিত পর্ব হিসেবে রয়েছে মামা-ভাগনে, নানি-নাতি, চিঠিপত্র, দর্শক পর্বসহ বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কয়েকটি বিদ্রূপাত্মক নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে পর্বটি প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। ফাগুন অডিও ভিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে