সোমবার, ০৮ মার্চ, ২০২১, ০৭:০৬:০৮

তৃণমূল ছেড়ে বিজেপিতে দেব? মুখ খুললেন অভিনেতা-সাংসদ

তৃণমূল ছেড়ে বিজেপিতে দেব? মুখ খুললেন অভিনেতা-সাংসদ

বিনোদন ডেস্ক : ভোটের আগে দলবদলের পালা অব্যাহত। রবিবার ব্রিগেডের আসরেই বিজেপিতে যোগ দিয়েছেন 'মহাগুরু' মিঠুন চক্রবর্তী। এবার শোনা যাচ্ছে নতুন জল্পনা। সুপারস্টার দেবও নাকি তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরের পথে হাঁটতে চলেছেন। নির্বাচনী আবহে একের পর এক তারকার সক্রিয় রাজনীতিতে যোগদানের পালা চলছে। 

ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, অদিতি মুন্সির মতো তারকারা। অন্যদিকে বিজেপিতে নাম লিখিয়েছেন যশ দাশগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, তনুশ্রী চক্রবর্তী, হিরণ চট্টোপাধ্যায়ের মতো তারকা। রবিবারের ব্রিগেডের বড় চমক মিঠুন চক্রবর্তীর বিজেপিতে যোগদান।

এবার কানাঘুষো শোনা যাচ্ছে, তৃণমূল ছেড়ে নাকি বিজেপির পথে সুপারস্টার দেবও। সোশ্যাল মিডিয়াতেও এনিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, দলবদলের বাজারে কি শাসকদলের সঙ্গ ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন ঘাটালের সাংসদও? সূত্রের খবর মানলে, ভোটের ঠিক আগেই গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন দেব। যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন অভিনেতা নিজেই।

দেব বলেন, 'আমার কানেও খবরটা এসেছে। আসলে এটা ইচ্ছা করে রটানো হচ্ছে। আমার তেমন কোনও পলিটিক্যাল অ্যাম্বিশন নেই। দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) আমার জন্য করেছেন, আমায় যে সম্মান দিয়েছেন, তাতেই আমি খুশি।' কিন্তু এক এক করে যেভাবে প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস কিংবা অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীদের বিজেপি যোগ দিচ্ছেন, তাতে দেবের যোগদান নিয়ে সূত্রের খবর পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো ছবিটা পরিষ্কার হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে