বিনোদন ডেস্ক : বিজেপিতে ফের তারকাযোগ। এবার গেরুয়া শিবিরে যোগ দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, বিজেপিতে যোগ দিতে পারেন বনি। অবশেষে সেই জল্পনার অবসান। কিছুদিন আগে তৃণমূলে যোগ দিয়েছেন বনির প্রেমিকা তথা অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।
কৌশানী এমনকি তৃণমূলের হয়ে কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থীও হয়েছেন। শুধু কৌশানীই নন। বনির মা পিয়া সেনগুপ্তও কিছুদিন আগে ঘাসফুল শিবিরে যোগ দেন। কিন্তু বনি আজ যোগ দিলেন গেরুয়া শিবিরে। বিজেপি নেতা দিলীপ ঘোষ ও রাজীব বন্দ্যোপাধ্যায় তার হাতে পতাকা তুলে দিলেন আজ।
বনি এদিন বিজেপিতে যোগ দিয়ে বলেন, আমি মানুষের জন্য কাজ করতে চাই। গুরুজনদের নির্দেশ মতোই চলব। অন্যদিকে বনির প্রেমিকা তৃণমূলের প্রার্থী হয়ে ইতিমধ্যেই প্রচারও শুরু করে দিয়েছেন। নারী দিবসের মঞ্চে কৌশানীও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। জয় বাংলা স্লোগান তুলে এদিন তিনি বলেন, এই জনজোয়ার বলে দিচ্ছে, বাংলা আসলে নিজেকে মেয়েকেই চায়।