বুধবার, ১০ মার্চ, ২০২১, ০৬:৩৬:২৮

রাতে-দিনে সবসময় খেলা হবে, জোরদার খেলা হবে: সায়ন্তিকা

রাতে-দিনে সবসময় খেলা হবে, জোরদার খেলা হবে: সায়ন্তিকা

বিনোদন ডেস্ক : রাজনীতিতে তারকা প্রার্থী, আর তাদের মুখ থেকে ডায়লগ বেরোবে না হতে পারে? কিছুদিন আগেই মোদির ব্রিগেড সমাবেশে 'ছোবল মাড়ার' কথা বলে বিতর্কে জড়ান মিঠুন চক্রবর্তী। শুরুটা সেদিনই হয়েছে। এবার সেই ট্রেন্ড বয়ে নিয়ে গেলেন বাঁকুড়ার তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। 

তবে কোনও বিতর্কিত মন্তব্য নয়, নিজের ছবির সংলাপ বলেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন তিনি। রাজনীতিতে এসে রাজনৈতিক বার্তা কিংবা প্রতিশ্রুতি না দিয়ে ছবির সংলাপ বলে এক আলাদা নীতি সৃষ্টি করেছে তারকারা। গতকাল সেই নীতিতেই এক সাংবাদিক প্রশ্ন করেন 'দিদি খেলা হবে'? উত্তরে সায়ন্তিকা জানান, 'খেলা তো শুরু হয়ে গিয়েছে। খেলা হবে না, জোরদার খেলা হবে। রাতে দিনে সব সময় খেলা হবে।' 

তারপরেই সায়ন্তিকা জানান, 'আমার ছবির একটি ডায়লগ আছে সেটা বলি,' তারপরেই হাতের ভাঁজ পাকিয়ে সায়ন্তিকা বলেন', মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফুঁ দিয়ে খা। বিজেপি তাড়াতাড়ি পাত্তারি গুটিয়ে এখান থেকে যা।' সায়ন্তিকার ছবি 'আওয়াড়া' জনপ্রিয় সংলাপ এটি, যা অভিনেতা জিতের মুখে জনপ্রিয় হয়। সায়ন্তিকার মুখে এই সংলাপ শুনে হাঁসির রোল ওঠে।

গত মঙ্গলবার প্রার্থী ঘোষণার পর প্রথমবার বাঁকুড়াতে প্রচারে যান সায়ন্তিকা। তাঁর সঙ্গেই ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল সাংবাদিক সম্মেলনের আগে বাঁকুড়াতে প্রচারও করেন সায়ন্তিকা। রুপোলি পর্দার এই অভিনেত্রী কিছুদিন আগেই সক্রিয় রাজনীতিতে তৃণমূলে যোগদান করেন। তারপরেই তাঁকে বাঁকুড়ায় প্রার্থী করায় ক্ষোভ বাড়ে এলাকার তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের। সায়ন্তিকাকে 'বহিরাগত' তকমা দিয়ে বিক্ষোভে দল ছাড়েন বেশ কিছু নেতা-কর্মী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে